× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারত-পাকিস্তান যুদ্ধের পর রাফাল যুদ্ধবিমান নিয়ে ‘কুৎসা রটাচ্ছে’ চীন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ জুলাই ২০২৫ ২০:০৬ পিএম

ভারত-পাকিস্তান যুদ্ধের পর রাফাল যুদ্ধবিমান নিয়ে ‘কুৎসা রটাচ্ছে’ চীন

ভারত ও পাকিস্তানের মধ্যে আকাশ যুদ্ধের পর রাফাল যুদ্ধবিমানের কার্যকারিতা নিয়ে সন্দেহ তৈরি করতে কাজ করছে চীন। ফ্রান্সের গোয়েন্দা ও সামরিক কর্মকর্তারা এমন দাবি করেছেন। তারা বলেছেন, চীন এ কাজে তাদের দূতাবাসগুলোকে ব্যবহার করছে।


ফরাসি কর্মকর্তারা রোববার (৬ জুলাই) বার্তাসংস্থা এপিকে বলেছেন, চীন রাফাল যুদ্ধবিমানের খ্যাতি সঙ্গে এটির বিক্রি আটকানোর চেষ্টা করছে। এক কর্মকর্তা জানিয়েছেন, ইন্দোনেশিয়া রাফাল বিমান কেনার অর্ডার দিয়েছে। এরমধ্যেই ইন্দোনেশিয়াকে চীন বলেছে, তারা যেন এ বিমান না কেনে।

গত মে মাস ভারত ও পাকিস্তানের মধ্যে চারদিনব্যাপী যুদ্ধ হয়। ৭ মে রাতে ভারত পাকিস্তানে হামলা চালায়। ওইদিনই ভারতের অন্তত পাঁচটি বিমান ভূপাতিত করে পাকিস্তান। যারমধ্যে অন্তত তিনটি রাফাল ছিল বলে দাবি তাদের।

ভারত বিমান ভূপাতিত হওয়ার বিষয়টি স্বীকার করেছে। তবে কতগুলো বিমান তারা হারিয়েছে সেটি এখনো স্পষ্ট করেনি।

ফ্রান্সের বিমানবাহিনীর প্রধান জেনারেল জেরোমি বেলেঙ্গার জানিয়েছেন, তিনি ভারতের তিনটি বিমান ভূপাতিত হওয়ার প্রমাণ দেখেছেন। যারমধ্যে একটি রাফাল, রাশিয়ার তৈরি একটি সুখোই এবং ফ্রান্সেরই তৈরি একটি মিরাজ ২০০০ বিমান রয়েছে।

এরআগে যুদ্ধক্ষেত্রে কখনো রাফাল বিমান ভূপাতিত হয়নি। পাকিস্তান যখন এই বিমান ধ্বংস করে তখন রাফালের নির্মাত ডশল্ট অ্যাভিয়েশনের শেয়ারে দরপতন হয়।

এপির সাংবাদিক চীনের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করলে দেশটি জানায়, ফ্রান্সের গোয়েন্দাদের তথ্য ‘ভিত্তিহীন’। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা