× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাম্পের গলফ ক্লাবের আকাশসীমা লঙ্ঘন

এফ-১৬ দিয়ে সরিয়ে দেওয়া হলো বিমান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ জুলাই ২০২৫ ১৪:২১ পিএম

এফ-১৬ দিয়ে সরিয়ে দেওয়া হলো বিমান

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটেছে। মূলত সেখানে ট্রাম্পের গলফ ক্লাব রয়েছে এবং তার কাছেই আকাশসীমা লঙ্ঘনের ঘটনা ঘটে। পরে এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে সেই বেসরকারি বিমানকে সরিয়ে দেওয়া হয়। 

রবিবার (৬ জুলাই) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আল আরাবিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বেডমিনস্টারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলফ ক্লাবের আকাশসীমায় নিষেধাজ্ঞা থাকা অবস্থায় বেসরকারি ছোট বিমান প্রবেশ করায় একটি এফ-১৬ যুদ্ধবিমান সেটিকে বাধা দিয়ে ওই এলাকা থেকে বের করে দিয়েছে। শনিবার এক বিবৃতিতে একথা জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।

স্থানীয় সময় শনিবার (৫ জুলাই) দুপুর ২টা ৩৯ মিনিটে এই ঘটনাটি ঘটেছে। দ্য নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড (নোরাড) জানিয়েছে, এটা ছিল শনিবার পঞ্চমবারের মতো অননুমোদিত আকাশসীমা লঙ্ঘন।

নোরাড জানিয়েছে, ‘হেডবাট ম্যানুভার’ নামক একটি কৌশল ব্যবহার করে এফ-১৬ যুদ্ধবিমানটি আকাশসীমা লঙ্ঘন করা বেসরকারি উড়োজাহাজের পাইলটের দৃষ্টি আকর্ষণ করে। এরপর বিমানটিকে নিরাপদে নিষিদ্ধ এলাকাটির বাইরে নিয়ে যাওয়া হয়।

অবশ্য এই ঘটনাটি নিয়ে হোয়াইট হাউস এখনো কোনো মন্তব্য করেনি।

মূলত যখন কোনো উচ্চপর্যায়ের সরকারি কর্মকর্তা বা প্রেসিডেন্ট বিশেষ কোনো স্থানে থাকেন, তখন নিরাপত্তা নিশ্চিত করতে সেই এলাকার আকাশসীমায় সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়। বেডমিনস্টারের ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাবেও সেইরকম নিষেধাজ্ঞাই জারি ছিল।

নোরাড জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ ধরনের একাধিক অননুমোদিত অনুপ্রবেশ ঘটেছে। এজন্য তারা সাধারণ বিমানচালকদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করেছে, যেন তারা উড্ডয়নের আগে সকল আকাশসীমা বিষয়ক বিজ্ঞপ্তি (নোটাম) ভালোভাবে দেখে নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা