× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলিতে নিহত ৪, আহত ১৪

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জুলাই ২০২৫ ২১:৩৫ পিএম

যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলিতে নিহত ৪, আহত ১৪

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে ভয়াবহ বন্দুক হামলায় চারজন নিহত ও ১৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) স্থানীয় পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর ওয়াশিংটন পোস্টের।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার রাত ১১টার দিকে শহরের রিভার নর্থ এলাকায় এ ঘটনা ঘটে। 

পুলিশের ধারণা, একটি চলন্ত গাড়ি থেকে অজ্ঞাতনামা এক বা একাধিক ব্যক্তি ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা ভিড়ের ওপর গুলি চালান। হামলা চালানোর পরপরই গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পুলিশ আরও জানিয়েছে, এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

নিহত ব্যক্তিদের মধ্যে ২৪ ও ২৫ বছর বয়সী দুজন পুরুষ এবং দুজন নারী রয়েছেন। তবে নারীদের বয়স প্রকাশ করা হয়নি। হাসপাতালে ভর্তি ১৪ জনের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শিকাগোর স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউজিএন৯ নিউজ জানিয়েছে, এই বন্দুক হামলার ঘটনাটি একটি নাইটক্লাবের বাইরে ঘটেছে। ক্লাবটি একটি অ্যালবাম প্রকাশের পার্টি শেষ করে বন্ধ করার প্রস্তুতি নিচ্ছিল। ক্লাবের একজন কর্মী এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, আহত ও নিহত ব্যক্তিদের মাউন্ট সিনাই হাসপাতাল, ইলিনয় ম্যাসোনিক, স্ট্রোভার, নর্থ ওয়েস্টার্নসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা