× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলি হামলায় ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জুলাই ২০২৫ ০৮:৩২ এএম

ইসরায়েলি হামলায় ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় ভূখণ্ডটির ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক ডা. মারওয়ান সুলতান নিহত হয়েছেন। গাজা সিটির নিজ বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন তিনি। তার সঙ্গে আরও কয়েকজন পরিবারের সদস্যও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার (৩ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ডা. সুলতান ছিলেন একজন নিবেদিত চিকিৎসক, যিনি যুদ্ধের কঠিন সময়ে মানবিকতার প্রতীক হিসেবে কাজ করেছেন। তার মৃত্যু ‘চিকিৎসা খাতের বিরুদ্ধে বর্বরোচিত অপরাধ’ বলেও উল্লেখ করে মন্ত্রণালয়।

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা গাজা সিটিতে হামাসের একজন ‘গুরুত্বপূর্ণ সন্ত্রাসীকে’ লক্ষ্য করে হামলা করেছে। এ হামলায় ‘নিরপরাধ বেসামরিক নাগরিকের’ মৃত্যু হয়েছে কিনা, তা তারা পর্যালোচনা করছে বলে জানানো হয়েছে।

তবে নিহত ডা. সুলতানের মেয়ে লুবনা আল-সুলতান বলেন, ‘একটি এফ-১৬ যুদ্ধবিমান সরাসরি তার ঘরে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। বাড়ির অন্য সব ঘর অক্ষত থাকলেও কেবল তার ঘরটিই সম্পূর্ণ ধ্বংস হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমার বাবা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি শুধু যুদ্ধকালে রোগীদের পাশে দাঁড়াতেন।’

এদিকে গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকাকে ইসরায়েল “নিরাপদ এলাকা” ঘোষণা করেছিল। কিন্তু সেখানেই একটি তাবুতে রাত ১২টা ৪০ মিনিটে বিমান হামলা চালায় ইসরায়েল, যাতে কমপক্ষে ৫ জন নিহত হয়, আহত হয় আরও অনেকে- যাদের মধ্যে শিশুরাও ছিল।

মাহা আবু রিজক নামে নিহতদের এক স্বজন বলেন, ‘তারা ভেবেছিল এখানে নিরাপদে থাকবে। কিন্তু মারা গেল। তারা কী দোষ করেছিল?’

এএফপির ভিডিওতে দেখা যায়, কিছু পুরুষ গাড়ি থেকে রক্তাক্ত শিশুদের কোলে করে বের করে নিয়ে যাচ্ছেন নাসের হাসপাতালের দিকে। হাসপাতালের ভেতরে শিশুদের কান্না, চিকিৎসকদের ব্যস্ততা আর স্বজনহারানো নারীদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।

একজন শোকাহত পুরুষ তাবুর ধ্বংসাবশেষের মধ্যে থেকে শিশুদের ডায়াপার তুলে দেখিয়ে বলেন- ‘এটাও কি অস্ত্র?’

গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টায় ইসরায়েলি অভিযানে কমপক্ষে ১৩৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এদিকে গাজা সিটিতে আরেকটি ইসরায়েলি হামলায় একই পরিবারের চার সদস্য নিহত হন। নিহতরা হচ্ছেন আহমেদ আয়াদ জেনো, তার স্ত্রী আয়াত জেনো এবং তাদের দুই কন্যা- জাহরা ও উবায়দা জেনো। এ খবর দিয়েছে ফিলিস্তিনভিত্তিক সংবাদ সংস্থা ওয়াফা।

জাতিসংঘ বলছে, গাজার ৮০ শতাংশ এলাকাই এখন ইসরায়েলি সেনা-নিয়ন্ত্রিত এলাকা, না হয় উচ্ছেদের হুমকির মুখে রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা