প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ জুন ২০২৫ ১২:০৮ পিএম
ইসরায়েলের হামলায় গাজায় আরও অন্তত ৭২ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার (২৮ জুন) রাত ভোর ধরে চলা হামলায় নিহতের ওই সংখ্যা নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরের কাছে মুওয়াসি এলাকায় একটি শরণার্থী শিবিরের তাঁবুতে ইসরায়েলি হামলায় তিন শিশুসহ তাদের বাবা-মা নিহত হয়েছেন। এ ছাড়া, গাজা সিটির ফিলিস্তিন স্টেডিয়ামের কাছে আশ্রয় নেওয়া গৃহহীনদের মধ্যে ১২ জন নিহত হন বলে জানিয়েছেন শিফা হাসপাতালের কর্মীরা।
একই দিন দুপুরে গাজা শহরের পূর্বাঞ্চলে একটি রাস্তায় হামলায় ১১ জন নিহত হন। এ ছাড়া মধ্য গাজার বুরেইজ শরণার্থী শিবিরের প্রবেশপথে জটলায় হামলা হলে আরও দুজন নিহত হন বলে জানিয়েছে আল-আওদা হাসপাতাল।