× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মৃত্যুকূপ গাজায় এক মাসে ৫৪৯ ত্রাণ সংগ্রহকারীকে হত্যা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৮ জুন ২০২৫ ১০:০৯ এএম

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় এখনও ইসরায়েলি আগ্রাসন চলছে। থেমে নেই হত্যাকাণ্ডও। সর্বশেষ গত এক মাসে গাজায় ত্রাণ সংগ্রহ করতে যাওয়া অন্তত ৫৪৯ জনকে হত্যা করেছে ইসরায়েল। গাজার সরকারি জনসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।

মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, গত চার সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) পরিচালিত ত্রাণ বিতরণকেন্দ্রগুলোতে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে ৫৪৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং আরও ৪ হাজার ৬৬ জন আহত হয়েছে।

এক বিবৃতিতে গাজা কর্তৃপক্ষ এসব ত্রাণকেন্দ্রকে ‘মৃত্যুকূপ’ আখ্যা দিয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, এসব কেন্দ্রে ত্রাণ নিতে গিয়ে আরও ৩৯ জন নিখোঁজ রয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘কথিত ত্রাণকেন্দ্রগুলোতে যা ঘটছে, তা যুদ্ধাপরাধ। এর জন্য ইসরায়েলি দখলদার বাহিনী সরাসরি ও সম্পূর্ণভাবে দায়ী। আমরা এই চলমান অপরাধের তীব্র নিন্দা জানাচ্ছি, যেখানে প্রতিদিন পরিকল্পিতভাবে ও নির্দিষ্ট সময়সূচি মেনে ক্ষুধার্ত অসহায় মানুষকে ডেকে এনে হত্যা করা হচ্ছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘দখলদার (ইসরায়েলি) বাহিনী খাবারকে গণহত্যার অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তারা যে ত্রাণের কথা বলছে, সেটিকে আসলে নিধনযন্ত্র ও দমনপীড়নের হাতিয়ার বানিয়ে ফেলেছে।’

ইসরায়েলি গুলি আর বোমার আঘাতে তো প্রাণ হারাচ্ছেই ফিলিস্তিনিরা, সেই সঙ্গে গত কয়েক মাসে যুক্ত হয়েছে অপুষ্টি। ২৪ ঘণ্টায় উপত্যকাটিতে অপুষ্টিতে ভুগে মৃত্যু হয়েছে দুই নবজাতকের।

এদিকে ত্রাণ সহায়তার নামে প্রহসন চালিয়ে যাচ্ছে ইসরায়েলি প্রশাসন, যাতে সহায়তা করছে যুক্তরাষ্ট্র। খাবারের প্রলোভন দেখিয়ে অসহায় ফিলিস্তিনিদের ‘ত্রাণ বিতরণ কেন্দ্রে’ জড়ো করে নিরস্ত্র ও ক্ষুধার্ত ওই মানুষদের ওপর নির্বিচারে গুলি ও বোমা বর্ষণ করে ইসরায়েলিরা।

গত মাসের শেষে জিএইচএফ গাজায় প্রবেশ করে। এরপর থেকে সংগঠনটির ওপর হামলার ঘটনাগুলো নিয়ে চাপ বাড়ছে। তবে তারা এসব হামলার দায় স্বীকার করেনি। ইসরায়েল বলেছে, জিএইচএফ ত্রাণকেন্দ্রের আশপাশে যারা গুলি বা হামলার শিকার হচ্ছে, তারা নাকি ‘সন্দেহভাজন ব্যক্তি’, যারা ইসরায়েলি সেনাদের দিকে এগিয়ে যাচ্ছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা