প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ জুন ২০২৫ ০৯:১৯ এএম
ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। এমন অবস্থায় ইসরায়েলি জনগণকে সতর্ক সংকেত পেলেই আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে ইসরায়েল।
মঙ্গলবার (২৪ জুন) সকালে ইরানের দিক থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।
সংবাদমাধ্যমটি বলছে, ইরানের দিক থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু হয়েছে বলে ইসরায়েল জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী দেশটির জনগণকে সতর্ক সংকেত পেলেই আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে এবং বলেছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিহত করতে সক্রিয়ভাবে কাজ করছে।
এদিকে ইরানের এই হামলার জেরে সাইরেন বাজছে ইসরায়েলের বহু এলাকায়। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে, ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর উত্তর ও দক্ষিণ ইসরায়েলের বিভিন্ন এলাকায় বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে।
টাইমস অব ইসরায়েল জানিয়েছে, উত্তরের পাশাপাশি দক্ষিণ ইসরায়েলেও সতর্ক সংকেত বেজেছে। মূলত ইরানি আক্রমণ শনাক্ত করার সাথে সাথে ইসরায়েলের বেশিরভাগ এলাকায় আগাম এই সতর্কতা জারি করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
ইসরায়েলি এই সংবাদমাধ্যমটি বলছে, এই হামলার ঘটনা এমন এক সময় ঘটেছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন।
মূলত যুদ্ধবিরতি পরের দিন কার্যকর হওয়ার কথা থাকলেও ইরানের এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বলেও সংবাদমাধ্যমটি দাবি করেছে।