প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ জুন ২০২৫ ০১:৫৯ এএম
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে স্বাধীনতার জন্য লড়াইরত বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) দাবি করেছে, বোমা বিস্ফোরণে পাকিস্তানি সেনাবাহিনীর সাথে কাজ করা এক ব্যক্তি নিহত হয়েছে। বেলুচিস্তানে গোপন অভিযান পরিচালনায় সেনাবাহিনীকে সহায়তা করছিলেন মুহাম্মদ আমিন। বোমা বিস্ফোরণে তিনি ছাড়াও ছেলে নাভিদ আমিনও মারা গেছেন।
বিএলএ মুখপাত্র জিয়ান্দ বালুচ জানান, আমিন একটি "ডেথ স্কোয়াড"-এর অংশ ছিলেন যারা রাজনৈতিক কর্মীদের গ্রেপ্তার, হত্যা এবং নিখোঁজ করার জন্য পাকিস্তান সেনাবাহিনীর সাথে কাজ করছিল। সেনাবাহিনী তাকে সুরক্ষিত করেছিল এবং তার নোংরা কাজের বিনিময়ে মাদক ব্যবসা পরিচালনার অনুমতি দিয়েছিল।
বিএলএর দাবি, মুহাম্মদ আমিন এবং তার দল বছরের পর বছর ধরে তাদের যোদ্ধাদের উপর বেশ কয়েকটি হামলার জন্য দায়ী। ২০১৮ সালে তাদের দুই সদস্যকে হত্যা করা হয়েছে। ২০২০ সালে বেলুচিস্তানের অন্য একটি অংশে আমিনের নেটওয়ার্কের হাতে আরও পাঁচজন বিএলএ যোদ্ধা নিহত হয়েছে। বিএলএ বলছে, সর্বশেষ বোমা হামলাটি সেইসব হত্যাকাণ্ডের প্রতিশোধ।
পাকিস্তান সরকার বোমা হামলা বা বিএলএর দাবির বিষয়ে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া জানায়নি। তবেমএই হামলা ইতিমধ্যেই অস্থিতিশীল অঞ্চলে উত্তেজনা বাড়িয়ে তুলবে বলে মনে করা হচ্ছে।
বেলুচিস্তানের মানুষ সেনাবাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে একটি মারাত্মক টানাপোড়েনের মধ্যে আটকা পড়েছে - যাদের উভয়ের বিরুদ্ধেই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে।