প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ জুন ২০২৫ ১৯:৩৩ পিএম
আপডেট : ২০ জুন ২০২৫ ১৯:৩৬ পিএম
ছবি আল জাজিরা
ইসরায়েলের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এসব ক্ষেপণাস্ত্র দেশটিতে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। খবর- আল জাজিরা।
সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, জেরুজালেম এবং তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সেনাবাহিনীর ঘোষণার কিছুক্ষণ পরই তাদের বিমান বাহিনী ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য কাজ করছে।
এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ছোড়ার পর দেশজুড়ে বিভিন্ন এলাকায় সাইরেন বেজে উঠে।
দেশবাসীকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হাইফায় দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ জরুরি চিকিৎসা দলের বরাত দিয়ে জানিয়েছে, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।