প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ জুন ২০২৫ ১৮:০৬ পিএম
আপডেট : ২০ জুন ২০২৫ ১৮:০৮ পিএম
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরায়েলের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না। খবর- রয়টার্স।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা আরাগচির উদ্ধৃ্তি দিয়ে বলেছে, ‘আমেরিকানরা আলোচনা চায়। তারা কয়েকবার বার্তাও পাঠিয়েছে। কিন্তু আমরা স্পষ্টভাবে বলেছি আগ্রাসন না থামা পর্যন্ত কোনও আলোচনা হওয়ার সুযোগ নেই।
তিনি আরও বলেন, ‘এই অপরাধের শরিক আমেরিকার সঙ্গে আমাদের কোনও আলোচনা নেই।
এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েলের আগ্রাসন নিঃশর্তভাবে বন্ধ করাই এ সংঘাত বন্ধের একমাত্র উপায়।
শুক্রবার এক্স-এ এক পোস্টে পেজেশকিয়ান লিখেছেন, ‘আমরা সব সময় শান্তি ও স্থিতিশীলতা চেয়েছি। চলমান চাপিয়ে দেওয়া যুদ্ধের অবসানের একমাত্র পথ হলো শত্রুর আগ্রাসন নিঃশর্তভাবে বন্ধ করা এবং জায়নিস্ট সন্ত্রাসীদের দুঃসাহসিক তৎপরতা চিরতরে বন্ধের সুনির্দিষ্ট নিশ্চয়তা।’
এদিকে যেখানে হামলা বন্ধ না হলে কোন আলোচনা নয়- বলছে তেহরান, সেখানে ইরানের সরকারি লক্ষ্যবস্তুতে হামলা আরও জোরদারের নির্দেশ দিয়েছে ইসরায়েল।
আল-জাজিরার খবরে বলা হয়েছে, কাৎজ বলেছেন, ‘আমরা (ইরানের) শাসনব্যবস্থার সব প্রতীক ও জনগণের ওপর দমন-পীড়নের জড়িতদের, যেমন বাসিজ (মিলিশিয়া); এবং রেভল্যুশনারি গার্ডের মতো ক্ষমতার কেন্দ্রগুলোতে আঘাত হানব।’