× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচলের ক্ষেত্রে ‘খুব সতর্ক’ রয়েছি : শেলের সিইও

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জুন ২০২৫ ১১:২১ এএম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচলের ক্ষেত্রে ‘খুব সতর্ক’ রয়েছি : শেলের সিইও

ইসরায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচলের ক্ষেত্রে ‘খুব সতর্ক’ রয়েছি বলে জানিয়েছেন তেল ও গ্যাস কোম্পানি শেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওয়েল সাওয়ান।

টোকিওতে এক সম্মেলনে তিনি বলেন, ‘ইসরায়েল ও ইরানের মধ্যে গত কয়েকদিন ধরে উত্তেজনা বৃদ্ধি, যা এরইমধ্যে এই অঞ্চলে অনিশ্চয়তা তৈরি করেছে।’

‘এই অঞ্চলে আমাদের জাহাজ চলাচলের ক্ষেত্রে খুব সতর্ক রয়েছি, এটা নিশ্চিত করার জন্য যে, আমরা যেন কোনো অপ্রয়োজনীয় ঝুঁকি না নেই’- বলে যোগ করেন তিনি।

ইলেকট্রনিক সরঞ্জাম বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যবস্থাকে ব্যাহত করছে উল্লেখ করে সাওয়ান সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালীতে যেকোনো ব্যাঘাত ঘটলে, তার পরিণতি হবে বড় ধরনের, যেখান দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও জ্বালানি পরিবহন করা হয়।

‘হরমুজ প্রণালী হলো দিনশেষে বিশ্বের শক্তি প্রবাহের ধমনী, যদি সেই ধমনী যেকোনো কারণে বন্ধ হয়ে যায়, তাহলে তা বিশ্ব বাণিজ্যের উপর বিশাল প্রভাব ফেলবে’ বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা