× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টিকটক বিক্রির সময়সীমা বাড়ালেন ট্রাম্প!

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জুন ২০২৫ ১০:৪৮ এএম

টিকটক বিক্রির সময়সীমা বাড়ালেন ট্রাম্প!

টিকটকের মূল কোম্পানি বাইটড্যান্স-কে যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম বিক্রির জন্য আরও ৯০ দিন সময় দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে আগে নির্ধারিত ১৯ জুন নয়, এখন টিকটক বিক্রির সময়সীমা বাড়িয়ে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত করা হলো। 

মঙ্গলবার (১৭ জুন) বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে হোয়াইট হাউস।

এই নিয়ে তৃতীয়বারের মতো টিকটক বিক্রির সময় বাড়ানো হলো। প্রেসিডেন্ট ট্রাম্প চান না, টিকটক সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাক। 

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ট্রাম্প নতুন একটি নির্বাহী আদেশে সই করবেন, যাতে বিক্রির আগ পর্যন্ত অ্যাপটি চালু রাখা যায়।

তিনি বলেন, ‘আমরা চাই, ১৭ কোটির বেশি মার্কিন ব্যবহারকারী যেন নিরাপদে টিকটক ব্যবহার করতে পারে এবং তাদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকে।’

ট্রাম্প নিজেও স্বীকার করেছেন, টিকটক তার তরুণ ভোটারদের মধ্যে জনপ্রিয়তা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রেখেছে। এমনকি তিনি এয়ার ফোর্স ওয়নে সাংবাদিকদের বলেন, ‘সম্ভবত সময় বাড়াতে হবে। চীনের অনুমতি লাগবে, তবে আমি মনে করি আমরা তা পাব।’

এর আগে ২০২৪ সালে, চীনের ওপর নজরদারির অভিযোগে টিকটকের বিরুদ্ধে আইন পাস হয়, যেখানে বলা হয়- বাইটড্যান্স যদি যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানির কাছে টিকটক বিক্রি না করে, তাহলে অ্যাপটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হবে। প্রেসিডেন্ট জো বাইডেন তখন সেই আইনে স্বাক্ষর করেন। কিন্তু ট্রাম্প আইনটি প্রয়োগ না করে সময় বাড়ানোর পক্ষেই অবস্থান নেন।

এদিকে টিকটক বিক্রির প্রক্রিয়া শুরু হলেও চীন এখনো চুক্তিতে অনুমোদন দেয়নি। এর পেছনে রয়েছে ট্রাম্পের নতুন করে চীনের ওপর শুল্ক আরোপের হুমকি, যা চীনের আপত্তির অন্যতম কারণ।

ডেমোক্র্যাটিক পার্টির সিনেটররা বলছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সময়সীমা বাড়ানোর কোনও আইনি ভিত্তি নেই। ফলে বিষয়টি নিয়ে রাজনৈতিক ও আইনি বিতর্কও তৈরি হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা