প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ জুন ২০২৫ ২২:৪০ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৫ ২২:৪১ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানি কর্মকর্তারা আলোচনার জন্য হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। তবে তেহরান এই দাবি অস্বীকার করেছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জানান ইরানের কর্মকর্তারা হোয়াইট হাউসে আসতে পারেন। যদিও তিনি বলেছেন, এটি কঠিন হবে।
ট্রাম্প আরও বলেন, তিনি নিশ্চিত নন যে এই সংঘাত কতদিন চলবে। তার দাবি, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে।
এদিকে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের জাতিসংঘ মিশন এক্স (সাবেক টুইটার) পোস্টে বলেছে, ইরানের কোনো কর্মকর্তা কখনো হোয়াইট হাউসের দরজায় গিয়ে মাথা নত করেনি। ট্রাম্পের মিথ্যাচারের চেয়েও জঘন্য হচ্ছে তার কাপুরুষোচিত হুমকি—যেখানে তিনি ইরানের সর্বোচ্চ নেতাকে নিষ্ক্রিয় করার কথা বলেন।
ইরানের মিশন আরও লিখেছে, ইরান কখনো জোরজবরদস্তির মুখে আলোচনা করে না, কখনও জবরদস্তির মাধ্যমে শান্তি মেনে নেয় না এবং অবশ্যই যুদ্ধবাজদের সঙ্গে নয়।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্তে আত্মসমর্পণ করার যে আহ্বান জানিয়েছিলেন তা প্রত্যাখ্যান করেছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।
বুধবার টেলিভিশনে সম্প্রচারিত দেওয়া ভাষণে তিনি বলেন, জোর করে চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেবে ইরান। দেশটি দৃঢ় থাকবে জোর করে চাপিয়ে দেওয়া শান্তির বিরুদ্ধেও। তিনি আরও বলেন, ইরান কারও কাছে আত্মসমর্পণ করবে না।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বক্তব্যের কথা উল্লেখ করে খামেনি আরও বলেন, যারা ইরান ও এর ইতিহাস জানে তারা জানে, ইরানিরা হুমকির ভাষার প্রতি ভালো সাড়া দেয় না।