প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ জুন ২০২৫ ১৯:০১ পিএম
যুক্তরাষ্ট্রকে আমরা সতর্ক করছি- ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা প্রদান কিংবা এমন সিদ্ধান্ত যেন বিবেচনাতেও না আনে। তারা (যুক্তরাষ্ট্র) যদি এমনটা করে, তাহলে তা মধ্যপ্রাচ্যে মারাত্মক অস্থিরতা সৃষ্টি হতে পারে। ইরানের পক্ষে এমনই সতর্কবার্তা দিয়েছে রাশিয়া।
বুধবার (১৮ জুন) রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সকে দেওয়া বিবৃতিতে এই সতর্কবার্তা দেন।
ইসরায়েলের সামরিক হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি অংশ নিতে পারে- এমন গুঞ্জনের মধ্যে তিনি এ সতর্কবার্তা দিলেন।
তিনি বলেন, মস্কো বর্তমানে ইসরায়েল ও ইরানের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে এবং সংঘাত প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে।
রাশিয়ার এই হুঁশিয়ারি এমন এক সময় এলো, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে টানা ছয় দিনের সংঘাত চলছে। ইসরায়েলি হামলার জবাবে ইরান একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ও তেহরান সতর্ক করেছে, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়ালে মার্কিন ঘাঁটিগুলোও হামলার লক্ষ্য হতে পারে।
এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েলকে তার ভুলের জন্য শাস্তি পেতে হবে। ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে বুধবার (১৮ জুন) জাতির উদ্দেশে টেলিভিশনে দেওয়া ভাষণে এই মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধের মতো, চাপিয়ে দেওয়া শান্তিরও বিরোধিতা করবে। এই জাতি কারও চাপের মুখে কখনো আত্মসমর্পণ করবে না। যারা ইরান ও তার ইতিহাস সম্পর্কে জানে, তারা জানে- হুমকির ভাষায় ইরানিদের কিছু বোঝানো যায় না।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যের ইঙ্গিত দিয়ে খামেনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মার্কিনিরা জানুক- যুক্তরাষ্ট্র যদি সামরিক হস্তক্ষেপ করে, তবে তার ফলাফল হবে অপূরণীয়।
এর আগে ট্রাম্প ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেছেন, যেকোনো সময় যুক্তরাষ্ট্রের ধৈর্যচ্যুতি হতে পারে।
মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ধৈর্য কমে আসছে, তবে আপাতত ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার কোনো উদ্দেশ্য তাদের নেই।
এদিকে, ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত ও যুক্তরাষ্ট্রের এই সংঘাতে জড়িয়ে পড়া নিয়ে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাঈ বলেছেন, কোনও তৃতীয় পক্ষ ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়লে, সেটি পূর্ণমাত্রার এক সংঘাতের দিকেই যাবে। আর সেটি কেবল এই অঞ্চল নয়; বরং এর বাইরেও ছড়িয়ে পড়বে।