প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ জুন ২০২৫ ১৭:১৮ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৫ ১৭:২৬ পিএম
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেছেন, ইরান চাপিয়ে দেওয়া যুদ্ধের বিরুদ্ধে দৃঢ়ভাবে অবস্থান নেবে।
তিনি ঘোষণা দেন, ‘এই জাতি চাপের মুখে কারো কাছে আত্মসমর্পণ করবে না।’
ভাষণে ইসরায়েলকে ভুলের জন্য কঠিন শাস্তি পেতে হবে বলেও হুঁশিয়ারি দেন খামেনি।
বুধবার (১৮ জুন) ইরানের তাসনিম নিউজের বরাতে এ কথা জানিয়েছে আল জাজিরা।
আলি খামেনি বলেন, ‘যারা ইরান, এর জনগণ ও ইতিহাস সম্পর্কে জানেন তারা এমন ভাষায় হুমকি দেন না। কারণ, ইরানিরা আত্মসমর্পণ করা জাতি নয়।’
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিবৃতির প্রতি ইঙ্গিত করে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ‘আমেরিকানদের জানা উচিত—যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক হস্তক্ষেপ নিঃসন্দেহে তাদের অপূরণীয় ক্ষতি ডেকে আনবে।’
এর আগে ট্রাম্প ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলেছেন, যেকোনো সময় যুক্তরাষ্ট্রের ধৈর্যচ্যুতি হতে পারে।
মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের ধৈর্য কমে আসছে, তবে আপাতত ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার কোনো উদ্দেশ্য তাদের নেই।
এদিকে, ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত ও যুক্তরাষ্ট্রের এই সংঘাতে জড়িয়ে পড়া নিয়ে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার সঙ্গে কথা বলেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাঈ।
বুধবার আল জাজিরাকে তিনি বলেন, কোনও তৃতীয় পক্ষ ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়লে, সেটি পূর্ণমাত্রার এক সংঘাতের দিকেই যাবে। আর সেটি কেবল এই অঞ্চল নয়; বরং এর বাইরেও ছড়িয়ে পড়বে।