প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ জুন ২০২৫ ১০:২৬ এএম
ইসরায়েলের বিমান বাহিনীর (আইএএফ) গোলাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় ইরানে গত ৫ দিনে নিহত হয়েছেন অন্তত ৫৮৫ জন। এ সময় আহত হন আরও ১ হাজার ৩২৬ জন।
বুধবার (১৮ জুন) ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস এ তথ্য জানিয়েছে।বুধবার হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস-এর ওয়েবসাইটে এ প্রসঙ্গে বলা হয়েছে, গত ১৩ জুন ইরানে আইএএফের অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত রাজধানী তেহরান ও অন্যান্য শহরে নিহত হয়েছেন মোট ৫৮৫ জন। এই নিহতদের মধ্যে ১২৬ জনকে সামরিক এবং ২৩৯ জনকে বেসামরিক হিসেবে শনাক্ত করা হয়েছে।
ইসরায়েলের হামলা শুরুর পরদিন শনিবার (১৪ জুন) নিহত ও আহতদের একটি পরিসংখ্যান জানিয়েছিল ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়। সেখানে বলা হয়েছিল, তেহরান ও আক্রান্ত অন্যান্য শহরে ২২৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১ হাজার ২৭৭ জন।
এদিকে ১৩ জুন ইরানে ইসরায়েলের সেনা অভিযান শুরুর কয়েক ঘণ্টা পর ইসলায়েলকে লক্ষ্য করে পাল্টা অভিযান শুরু করেছে ইরানও। ১৪ ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছিল, ইরানের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন ২৪ জন এবং আহত হয়েছেন ৫ শতাধিক। তারপর আর হালনাগাদ কোনো তথ্য প্রকাশ করেনি ইসরায়েল।