× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খামেনির পরিণতি হবে সাদ্দাম হোসেনের মতো: ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ জুন ২০২৫ ১৬:৫০ পিএম

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। ছবি সংগৃহীত

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। ছবি সংগৃহীত

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যদি যুদ্ধাপরাধ এবং ইসরায়েলি নাগরিকদের ওপর হামলা চালানো অব্যাহত রাখেন, তবে তার পরিণতিও ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম হোসেনের মতো হতে পারে।

স্থানীয় গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে কাটজ বলেন, ‘আমি ইরানি স্বৈরাচারী নেতাকে সতর্ক করছি—তিনি যদি যুদ্ধাপরাধ চালানো এবং আমাদের বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রাখেন, তবে তাকে প্রতিবেশী দেশের এক স্বৈরশাসকের পরিণতির কথা মনে রাখা উচিত।’

এখানে তিনি ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন অভিযানে ক্ষমতাচ্যুত ও পরে ফাঁসিতে ঝুলানো ইরাকের সাবেক নেতা সাদ্দাম হোসেনের কথা উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ‘আমরা আজও তেহরানে শাসকগোষ্ঠী ও সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাব।’

এসময় আবারও তেহরানের সাধারণ মানুষকে শহর ত্যাগের আহ্বান জানান কাটজ।

উল্লেখ্য, ২০০৩ সালে মার্কিন আগ্রাসনের মাধ্যমে সাদ্দামকে ক্ষমতাচ্যুত করা হয়। পরে মানবতাবিরোধী অপরাধের জন্য ২০০৬ সালে তাকে বন্দি করা হয় এবং মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা