× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইরান-ইসরায়েল থেকে নাগরিকদের ফিরিয়ে আনছে ভারত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ জুন ২০২৫ ১৪:৩৪ পিএম

ইরান-ইসরায়েল থেকে নাগরিকদের ফিরিয়ে আনছে ভারত

ইরান-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে নিজেদের বিমানবন্দরগুলোতে উড়োজাহাজের উড্ডয়ন-অবতরণ বন্ধ রেখেছে ইরান ও ইসরায়েল উভয়েই। এই পরিস্থিতিতে পূর্ব ইউরোপের দেশ আর্মেনিয়ার সহায়তায় ইরান থেকে নাগরিকদের নিজ দেশে ফেরত আনার উদ্যোগ নিয়েছে ভারত।

জানা গেছে, ইসরায়েলে বসবাসরত ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতেও এরই মধ্যে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এ ব্যাপারে এখনও কাঙ্ক্ষিত অগ্রগতি হয় নি।

সরকারি তথ্য অনুযায়ী, ইরানে মোট ১০ হাজার এবং ইসরায়েলে ২৬ হাজার ভারতীয় বসবাস করেন। ইরানে বসবাসকারী ভারতীয় নাগরিকদের মধ্যে বেশ কয়েকজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী রয়েছেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আর্মেনিয়ার সহায়তায় গত কয়েক দিনে ইরান থেকে ১১০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে, বাকিদেরও যত শিগগির সম্ভব সরানো হবে।

ইরানের ভারতীয় দূতাবাস থেকে কয়েকটি হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে। বলা হয়েছে, ইরানে বসবাসরত যে কোনো ভারতীয় নাগরিক প্রয়োজনে এ নম্বরে ফোন করে সহযোগিতা চাইতে পারবেন। নম্বরগুলো হলো +৯৮ ৯১২৮১০৯১১৫ এবং +৯৮ ৯১২৮১০৯১০৯। তিনটি হোয়াটসঅ্যাপ নম্বরও দিয়েছে ভারতীয় দূতাবাস। সেগুলো হলো +৯৮ ৯০১০৪৪৫৫৭, +৯৮ ৯০১৫৯৯৩৩২০ এবং +৯১ ৮০৮৬৮৭১৭০৯।

এদিকে সোমবার (১৬ জুন) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেছেন, ইরানে বসবাসরত ভারতীয়দের নিজ দেশে ফেরত আসার জন্য আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরারাত মিরজোয়ানের সঙ্গে তিনি কথা বলেছেন এবং আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী সহযোগিতা করতে সম্মত হয়েছেন।

তেহরানের ভারতীয় দূতাবাস থেকে বলা হয়েছে, রাজধানী তেহরান থেকে অনেক ভারতীয়কে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে পাঠেয়ে দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা