× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবারও এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ জুন ২০২৫ ১২:৪৫ পিএম

আপডেট : ১৭ জুন ২০২৫ ১২:৪৭ পিএম

আবারও এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

একের পর এক যান্ত্রিক ত্রুটির ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে ভারতের উড়োজাহাজ সংস্থা এয়ার ইন্ডিয়া। দুর্ভোগ যেন কিছুতেই থামছে না তাদের। গত কয়েকদিন আগে উড়োজাহাজ সংস্থাটির বি৭৮৭ ফ্লাইট বিধ্বস্ত হয়ে ২৪১ আরোহী প্রাণ হারান। এরই মধ্যে আবারও ইঞ্জিনে ত্রুটি দেখা দিলো এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজে। 

এবার যান্ত্রিক ত্রুটির কবলে পড়ল সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার এআই ১৮০ ফ্লাইটটি। মাত্র ৩২ সেকেন্ডের বেশি আকাশে উড়তে পারেনি লন্ডনগামী উড়োজাহাজটি।

জানা যায়, সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাই যাচ্ছিল এই উড়োজাহাজটি। কিন্তু কলকাতার কাছে এসেই ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি। দ্রুত অবতরণ করে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে। দীর্ঘ সময় বিমানেই বসে থাকেন যাত্রীরা। রাতে পেরিয়ে মঙ্গলবার সকাল ৫টা ২০ মিনিটে বিমান থেকে নেমে যেতে বলা হয় যাত্রীদের। সব যাত্রী নিরাপদে আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সম্প্রতি এয়ার ইন্ডিয়ার বিমানে যান্ত্রিক গোলযোগের একাধিক ঘটনা ঘটেছে। গত ১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকগামী একটি ফ্লাইট দুর্ঘটনার কবলে পড়ে। উড্ডয়নের কিছুক্ষণ পরই সেটি জনবসতি এলাকায় বিধ্বস্ত হয় এবং একজন ছাড়া সব যাত্রীর মৃত্যু হয়।

এর আগে, রবিবার (১৫ জুন) উত্তরপ্রদেশের হিন্দন বিমানবন্দর থেকেও যাত্রার আগে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আইএক্স-১৫১১ নম্বর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। রানওয়েতে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই পাইলট ত্রুটির বিষয়টি বুঝতে পারেন। এতে এক ঘণ্টা দেরিতে ছেড়ে যায় বিমানটি।

একাধিক ঘটনার পর ফের যান্ত্রিক ত্রুটিতে ফ্লাইট আটকে পড়ায় যাত্রীদের মধ্যে উদ্বেগ বেড়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা