প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ জুন ২০২৫ ০৮:৫৫ এএম
ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত বন্ধে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান।
রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিনের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার (১৬ জুন) দুই নেতা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং অবিলম্বে ইরান-ইসরায়েল সংঘাত বন্ধের আহ্বান জানান।
ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, দুই নেতা একমত হয়েছেন যে, ইরানের পরমাণু কর্মসূচিসহ অন্যান্য বিতর্কিত বিষয়গুলোর রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান জরুরি।
বিবৃতিতে আরও জানানো হয়, আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে শান্তিপূর্ণ সংলাপ ও সহযোগিতার ওপর গুরুত্ব দিয়েছেন পুতিন ও এরদোয়ান।
এর আগে এদিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের সঙ্গে ফোনালাপ করেছেন। তেহরান ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পরিধি বাড়াতে চায় না, তবে যেকোনো হামলার ‘আনুপাতিক জবাব’ দেবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট।
ফোনালাপে পেজেশকিয়ান বলেন, ‘ইসরায়েলি আগ্রাসনে ইরানের বেসামরিক নাগরিক, বিজ্ঞানী ও সামরিক নেতারা প্রাণ হারিয়েছেন। ইরান এই যুদ্ধ শুরু করেনি, তবে কোনো হামলার মাত্রার ভিত্তিতে আমরা প্রতিক্রিয়া জানাব।’