× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গুজরাটে অটল বিজেপি, কংগ্রেসের বাজিমাত হিমাচলে

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২২ ১৫:৫৫ পিএম

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২ ১৬:২৪ পিএম

হিমাচলে কংগ্রেসের উৎফুল্ল সমর্থকদের মিষ্টি বিতরণ। বৃহস্পতিবার প্রাদেশিক রাজধানী শিমলায়। ছবি : সংগৃহীত

হিমাচলে কংগ্রেসের উৎফুল্ল সমর্থকদের মিষ্টি বিতরণ। বৃহস্পতিবার প্রাদেশিক রাজধানী শিমলায়। ছবি : সংগৃহীত

ভারতের গুজরাট ও হিমাচল রাজ্যের বিধানসভা নির্বাচনের বুথফেরত ফল আসতে শুরু করেছে। গুজরাটে ২৫ আসনে জয় নিশ্চিত করেছে শাসকদল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এগিয়ে রয়েছে ১৩২টিতে। ১৮২ আসনের রাজ্যটিতে সরকার গঠনের জন্য দরকার ৯২ আসন। অর্থাৎ রাজ্যটিতে সপ্তমবারের মতো বিজেপির সরকর গঠন নিশ্চিত হয়ে গেছে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত গুজরাটে ২ আসনে জয় নিশ্চিত করেছে কংগ্রেস। এগিয়ে রয়েছে ১৫টিতে।

বিজেপির ঘাঁটি হিসেবে পরিচিত রাজ্যটিতে প্রথমবারের মতো ৫টি আসনে জিততে যাচ্ছে আম আদমি পার্টি (আপ)। তবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দলটি রাজ্যটিতে আরও ভালো করার আশা করেছিল। রাজ্যটিতে স্বতন্ত্র বা স্থানীয় দলগুলো ৪টি আসনে জয় পেয়েছে।

স্ক্রলডটইনের এক প্রতিবেদনে বলা হয়, গুজরাটে ১ ও ৫ ডিসেম্বর দুই দফায় ভোট গ্রহণ সম্পন্ন হয়। এবার ভোট দিয়েছেন ৬৪ দশমিক ৩৩ শতাংশ ভোটার, যা সর্বশেষ ২০১৭ সালের বিধানসভা নির্বাচনের চেয়ে ৪ শতাংশ বেশি। বৃহস্পতিবার সকাল ৮টায় ভোট গণনা শুরু হয়। বিকালের দিকে গণনা শেষ হওয়ার কথা।

হিমাচল

ভারতের উত্তরাঞ্চলের ছোট কিন্তু গুরুত্বপূর্ণ হিমাচল রাজ্যের বুথফেরত ফলও আসতে শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজ্যটিতে ৫ আসনে জয় নিশ্চিত করেছে কংগ্রেস। এগিয়ে রয়েছে ৩৫টিতে। ৬৮ আসনের রাজ্যটিতে সরকার গঠনের জন্য দরকার ৩৫ আসন। এর অর্থ বিজেপিকে হটিয়ে রাজ্যটিতে সরকার গঠন করতে যাচ্ছে কংগ্রেস। ঘোর দুর্দিনে কংগ্রেসের জন্য এটা একটা বিশাল সুসংবাদ।

হিমাচলের বর্তমান শাসকদল বিজেপি ৪ আসনে জয় নিশ্চিত করেছে। এগিয়ে রয়েছে ২০টিতে। আপ কোনো আসন পায়নি। স্বতন্ত্র বা স্থানীয় দলগুলো জয় পেয়েছে ৩ আসনে।

হিমালয়বেষ্টিত রাজ্যটিতে ১২ নভেম্বর এক দফায় ভোট গ্রহণ শেষ হয়। ভোট গণনা শুরু হয় বৃহস্পতিবার সকাল ৮টায়। পূর্বাভাস করা হয়েছিল, রাজ্যটিতে কংগ্রেস ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। কিন্তু কংগ্রেস রাজ্যটিতে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাজিমাত করল বলে মনে করেন বিশ্লেষকরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা