× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থীদের প্রবেশ স্থগিত করলেন ট্রাম্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জুন ২০২৫ ১৭:৩৩ পিএম

হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থীদের প্রবেশ স্থগিত করলেন ট্রাম্প

বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থীদের প্রবেশে স্থগিতাদেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপাতত ৬ মাস কার্যকর থাকবে স্থগিতাদেশ, পরে এর মেয়াদ আরও বাড়ানো হতে পারে।

বুধবার (৪ জুন) হোয়াইট হাউস থেকে  দেওয়া এক বিবৃতিতে এ প্রসঙ্গে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে এই স্থগিতাদেশ জারি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তির মাধ্যমে দীর্ঘদিন ধরে চীনসহ বিভিন্ন দেশ এবং কট্টরপন্থার সঙ্গে অবৈধ সংযোগ রক্ষা করে চলেছে হার্ভার্ড। এই বিদেশিরা যুক্তরাষ্ট্র থেকে তথ্য ও গবেষণার ফলাফল চুরি, সেসবের অপব্যবহারের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট।’

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ফেডারেল আদালতের একজন বিচারক বলেছিলেন যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন বিদেশি শিক্ষার্থীদের আর ভর্তি করতে না পারে, সেজন্য শিগগিরই একটি ইনজাংশান বা নিষেধাজ্ঞা আদেশ জারি করবেন তিনি। তিনি এই বক্তব্য প্রদানের এক সপ্তাহের মাথায় হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী প্রবেশে স্থগিতাদেশ দিলেন ট্রাম্প।

প্রসঙ্গত, হার্ভার্ড যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রাচীন, ঐতিহ্যবাহী এবং সমৃদ্ধ বিশ্ববিদ্যালয় হার্ভার্ড। শিক্ষা ও গবেষণার মান বিবেচনায় বিশ্বের শীর্ষ ৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম এই বিশ্ববিদ্যালয়। হার্ভার্ডের মোট শিক্ষার্থীর সংখ্যা ৩০ হাজার ৩৮৬ জন এবং এই শিক্ষার্থীদের এক চতুর্থাংশই বিদেশি।

২০ জানুয়ারি প্রেসিডেন্টের শপথ নেওয়ার কিছু দিন পর ‘হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কর দেয় না’ অভিযোগ তুলে প্রতিষ্ঠানটির শত শত কোটি ডলারের সরকারি-বেসরকারি অনুদান আটকে দেন ট্রাম্প। তারপর গত ২২ মে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম ঘোষণা করেন যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ‘স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম’ প্রকল্পের বৈধতা বাতিল করবে তার মন্ত্রণালয়। এই প্রোগ্রাম বা প্রকল্পের আওতাতেই বিদেশি শিক্ষার্থীদের ভর্তি করত হার্ভার্ড।

ক্রিস্টি নোয়েমের এই ঘোষণা  পর তার বিরুদ্ধে মামলা করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কৃর্তৃপক্ষ। মামলার কিছুদিন পরই এই স্থগিতাদেশ দিলেন ট্রাম্প।

এদিকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ট্রাম্পের এই স্থগিতাদেশ জারির পর একে ‘আইন বহির্ভূত প্রতিশোধমূলক পদক্ষেপ’ উল্লেখ করেছে হার্ভার্ড কর্তৃপক্ষ। বুধবার এক বিবৃতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে, “হার্ভার্ড তার বিদেশি শিক্ষার্থীদের সুরক্ষা প্রদান অব্যাহত রাখবে।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা