× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুয়েতে শেষ মুহূর্তে জমে উঠেছে পশুরহাট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জুন ২০২৫ ১৭:১৮ পিএম

কুয়েতে শেষ মুহূর্তে জমে উঠেছে পশুরহাট

মধ্যপ্রাচ্যের সৌদি, কুয়েত, কাতারসহ বিভিন্ন দেশে আগামীকাল শুক্রবার পালিত হবে ঈদুল আজহা। পশুর হাটগুলোতে শেষ মূহুর্তে জমে উঠেছে বেচাকেনা। প্রবাসীদের বাসা বাড়িতে লালন-পালনের ব্যবস্থা না থাকায় কোরবানির জন্য পশু কিনে খামারে রেখে আসতে হয় ক্রেতাদের। তবুও ঈদের আগেই কোরবানির পশু কিনেন প্রবাসী বাংলাদেশিসহ অন্যান্য দেশের প্রবাসীরা।

কুয়েতের কাবাদ, সেবদি, জাহারা, আবদালিসহ সরকারি ভাবে নির্ধারিত স্থানে পশু বেচাকেনা হয়। এসব স্থান থেকে পছন্দের পশু কিনতে আসেন দেশটির বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা।

এসব স্থানে পাওয়া যাচ্ছে কুয়েত, সৌদি, ইরান, সোমালিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা দুম্বা গরু ও ছাগল। তবে তুলনামূলক অনেক কম। এখানকার পশুগুলোর মালিক কুয়েতি হলেও বেশির ভাগ পশুর পরিচর্চা ও বেচাকেনা করেন বাংলাদেশি ও মিশরীয় নাগরিক ।

কুয়েতে উটের চেয়ে গরুর দাম তুলনামূলক বেশি। দেশ ও সৌন্দর্য্য অনুযায়ী একটি গরু ২৫০ দিনার থেকে শুরু করে এক হাজার ৫০০ দিনারে বিক্রি হচ্ছে। দুম্বা বিক্রি হচ্ছে ৮৫ দিনার থেকে ২৫০ কুয়েতি দিনারে। উট বিক্রি হচ্ছে ২০০ থেকে ৫০০ দিনারে। 

বাংলাদেশের মতো যেখানে সেখানে পশু রাখা যায় না কুয়েতে। একারণে সবাই চেষ্টা করে ঈদের আগের দিন বিকেলে কিংবা ঈদের দিন সকালে পশু নিয়ে যেতে। অনেকে চার পাঁচদিন আগে পশু কিনলেও খামারে রেখে যায়। প্রবাসীরা পরিবার ছাড়া কোরবানি করলেও তাদের সঙ্গী হয় বন্ধু, সহকর্মী, আত্মীয়স্বজনসহ অন্যান্যরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা