× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজায় আরও ৯৭ জন নিহত, মোট মৃতের সংখ্যা ৫৪ হাজার ছাড়ালো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ জুন ২০২৫ ১০:৪৩ এএম

আপডেট : ০৫ জুন ২০২৫ ১০:৪৩ এএম

গাজায় আরও ৯৭ জন নিহত, মোট মৃতের সংখ্যা ৫৪ হাজার ছাড়ালো

গাজায় আহতের সংখ্যা ৪৪০ জন ছাড়িয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও ৯৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। গতকাল বুধবার (৪ জুন) গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে এখন পর্যন্ত ৫৪,৬০৭ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। মৃতদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নারী ও শিশু রয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, শুধু ১৮ মার্চ ২০২৫ থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন ৪,৩৩৫ জন এবং আহত হয়েছেন ১৩,৩০০ জনেরও বেশি।এদিকে, জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার বুধবার (৪ জুন) এক বিবৃতিতে বলেন, ‘গাজায় খাদ্য সংগ্রহ করতে গিয়ে বাসিন্দাদের গুলিবিদ্ধ হওয়া ও নিহত হওয়ার সাম্প্রতিক ঘটনাগুলো ইচ্ছাকৃত সিদ্ধান্তের ফলাফল। যা সেখানকার মানুষকে তাদের মৌলিক চাহিদা থেকে বঞ্চিত করছে।’ তিনি বলেন, ‘বিশ্ব প্রতিদিন প্রত্যক্ষ করছে – গাজায় মানুষ গুলিবিদ্ধ হচ্ছে, আহত হচ্ছে বা প্রাণ হারাচ্ছে শুধুমাত্র খাবারের জন্য চেষ্টা করার সময়।

মঙ্গলবার (৩ জুন) দক্ষিণ গাজায়, গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) এর একটি ত্রাণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর গুলিতে ২৭ জন নিহত হন। সেনাবাহিনী জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন। পরিস্থিতির প্রেক্ষিতে, গাজায় কার্যরত মার্কিন ও ইসরায়েলি-সমর্থিত একটি ত্রাণ সংগঠন তাদের বিতরণ কেন্দ্রগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। ইসরায়েলি সেনাবাহিনী সতর্ক করে দিয়েছে যে, এসব রুটকে এখন যুদ্ধক্ষেত্র হিসেবে গণ্য করা হচ্ছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আহ্বানে সাড়া দিয়ে ফ্লেচার বলেন, ‘এসব ঘটনা বিচ্ছিন্ন নয়। তিনি আন্তর্জাতিক স্বাধীন তদন্তের দাবি জানান এবং বলেন, কোনও মানুষকে তার সন্তানদের খাওয়ানোর জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলতে বাধ্য করা উচিত নয়।’




শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা