× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদিতে এক সপ্তাহে গ্রেফতার ১২ হাজারেরও বেশি প্রবাসী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ জুন ২০২৫ ২০:২৯ পিএম

সৌদিতে এক সপ্তাহে গ্রেফতার ১২ হাজারেরও বেশি প্রবাসী

বাসস্থান ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে বিশেষ অভিযান চালিয়ে ১২ হাজারের বেশি প্রবাসীকে আটক করেছে সৌদি আরব।

দেশটির গণমাধ্যম অ্যারাবিয়ান বিসনেসের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব রাজ্যের অভ্যন্তরে বাসস্থান, শ্রম এবং নিরাপত্তা আইন লঙ্ঘন রোধ করার উদ্যোগের অংশ হিসেবে গত সপ্তাহে ১২,১০০ জনেরও বেশি ব্যক্তিকে আটক করা হয়।গত ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত দেশটির সমস্ত অঞ্চলে এ অভিযান পরিচালিত হয়। যার লক্ষ্য ছিল বাসস্থান, কাজ এবং সীমান্ত নিরাপত্তা বিধিমালা মেনে চলা নিশ্চিত করা। অভিযানে ১২ হাজার ১২৯টি নিয়ম লঙ্ঘনের ঘটনা রেকর্ড করা হয়।

যার মধ্যে ৭,১২৭টি বাসস্থান লঙ্ঘন, ৩,৪৪১টি সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন, ১,৫৬১টি শ্রম আইন লঙ্ঘন। পরে সৌদি আবাসস্থল, শ্রম এবং নিরাপত্তা আইনে তাদের গ্রেফতার করা হয়।দেশটিতে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় মোট ১,১৯৭ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে ৩৪ শতাংশ ইয়েমেনি, ৬৩ শতাংশ ইথিওপিয়ান এবং ৩ শতাংশ অন্যান্য জাতীয়তার।

অন্যদিকে অবৈধভাবে দেশ থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করার জন্য কর্তৃপক্ষ ৯০ জনকে গ্রেফতার করেছে। এছাড়াও আইন লঙ্ঘনকারীদের পরিবহণ, আশ্রয় এবং নিয়োগের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে আটক করা হয়েছে।এছাড়াও বর্তমানে, ১৭,৯৩০ জন পুরুষ এবং ১,৩০৮ জন নারীসহ ১৯,২৩৮ জন প্রবাসী পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।

আইন লঙ্ঘনের জন্য আটককৃতদের মধ্যে ১৪,০৬৫ জনকে যথাযথ ভ্রমণ নথিপত্রের জন্য তাদের নিজ নিজ দূতাবাস বা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যে, ১৫,৩৩৬ জনকে তাদের প্রস্থান বুকিংয়ের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে এবং ১১,০৯৪ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

এদিকে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশটিতে অবৈধভাবে প্রবেশের সুযোগ করে দেওয়াদের বিরুদ্ধেও কঠোর সতর্কতা জারি করেছে। সতর্কবার্তায় বলা হয়েছে, অবৈধদের পরিবহণ, আশ্রয় দেওয়া বা যেকোনো ধরণের সহায়তা প্রদানকারীদের ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও ১ মিলিয়ন রিয়াল পর্যন্ত জরিমানা করা হবে।এ ধরনের কার্যকলাপে ব্যবহৃত যানবাহন বা সম্পত্তি বাজেয়াপ্ত করাসহ কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা