প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৫ ১৮:১৭ পিএম
টানা দ্বিতীয় দিনের মতো রাশিয়ার বিভিন্ন অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে অন্তত একজন নিহত হয়েছেন এবং দেশজুড়ে বিমান চলাচলে বিঘ্ন ঘটে বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা।
রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় ব্রিয়ানস্ক অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেন সীমান্তসংলগ্ন চেরনিহিভ অঞ্চলের কাছে কামেনস্কি খুতোর নামক গ্রামে একটি ‘টার্গেটেড হামলায় একজন বেসামরিক নাগরিক নিহত ও আরেকজন আহত হয়েছেন।পার্শ্ববর্তী কুরস্ক অঞ্চলে একটি ড্রোন হামলায় স্থানীয় একজন কর্মকর্তা কোমর ও হাতে আঘাত পান। আর তুলা অঞ্চলে দুটি বিমান হামলায় দুজন বেসামরিক ব্যক্তি হালকা আহত হন। এছাড়া আঞ্চলিক রাজধানীর একটি অ্যাপার্টমেন্ট ভবনের ছাদ ক্ষতিগ্রস্ত হয়।
মস্কোর মেয়র সের্গেই সোব্যানিন জানান, টানা দুদিনে রাশিয়ার রাজধানী মস্কোর দিকে ছোড়া ৪০টিরও বেশি ড্রোন রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী প্রতিহত করেছে। আগের দিন শহরটির দিকে প্রায় তিন ডজন ড্রোন হামলা চালানো হয়।
রাশিয়ার বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা রোসাভিয়াতসিয়া জানিয়েছে, মস্কোর চারটি প্রধান বিমানবন্দরে সাময়িকভাবে সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। তবে মস্কো অঞ্চলে কোনো ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বিমান চলাচল বিঘ্নের প্রভাব মস্কো থেকে প্রায় ৪,৪০০ কিলোমিটার (২,৭০০ মাইল) দূরের সাইবেরিয়ার দূরবর্তী বুরিয়াতিয়া প্রজাতন্ত্র পর্যন্ত ছড়িয়ে পড়ে। সেখানকার ফ্লাইটগুলোতে গড়ে তিন ঘণ্টা পর্যন্ত দেরি হয়।
এদিকে ড্রোন হামলার লক্ষ্যবস্তু হওয়া অন্তত দুটি অঞ্চলে মোবাইল ইন্টারনেট পরিষেবা সীমিত করে দেওয়া হয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। চলতি সপ্তাহের আগে হওয়া অনুরূপ ড্রোন হামলাগুলোর সময়ও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাতভর মস্কোসহ ১০টি অঞ্চলে মোট ১০৫টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে। তার আগের রাতে তারা ৯টি অঞ্চলে ১৫৯টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল।
এর আগে মঙ্গলবার রাতে ইউক্রেনীয় ড্রোন হামলায় ওরিওল অঞ্চলের বলখোভস্কি সেমিকন্ডাক্টর ডিভাইস কারখানা ক্ষতিগ্রস্ত হয়।