× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তান কখনোই ভারতের ঔদ্ধত্য সহ্য করবে না : শেহবাজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০১ জুন ২০২৫ ১২:২৩ পিএম

পাকিস্তান কখনোই ভারতের ঔদ্ধত্য সহ্য করবে না : শেহবাজ

সামরিক ও অর্থনৈতিক দুই দিক থেকেই পাকিস্তান এখন উড়ছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেন, ‘আমাদের শত্রুদের আমরা পরাজিত করেছি। যদিও তাদের বিরুদ্ধে জয় পাওয়াটা অনেকের চোখেই ছিল কল্পনার বাইরে। এছাড়া পাকিস্তান কখনোই ভারতের ঔদ্ধত্য সহ্য করবে না।’

শনিবার (৩১ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

সংবাদমাধ্যমটি বলছে, সামরিক ও অর্থনৈতিক দুই দিক থেকেই পাকিস্তান এখন উড়ছে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন। শনিবার কোয়েটার কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন সম্প্রতি কাশ্মিরের পেহেলগামে হামলার অভিযোগকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে হামলা, পাল্টা হামলাসহ সামরিক উত্তেজনা চরম আকার ধারণ করেছিল।

ভারতের অভিযোগ, কাশ্মিরের পেহেলগামে প্রাণঘাতী হামলার পেছনে পাকিস্তানের হাত রয়েছে, যদিও ভারত কোনও প্রমাণ হাজির করতে পারেনি। এরপর মে মাসের শুরুতে ভারত পাকিস্তানে একাধিক বিমান হামলা চালায়, যাতে বেসামরিক নাগরিকরা হতাহত হন।

এর জবাবে পাকিস্তান ৫টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার পাশাপাশি ভারতের অভ্যন্তরে নানা লক্ষ্যবস্তুতে হামলা চালায়। হামলা-পাল্টা হামলার মধ্যে গত ১০ মে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে যুদ্ধবিরতিতে পৌঁছায় পাকিস্তান ও ভারত।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ বলেন, ‘আমাদের শত্রু যাদের বিরুদ্ধে জয় অনেকের চোখে ছিল কল্পনার বাইরে তাদের আমরা পরাজিত করেছি। এটি আমাদের ইতিহাসের গৌরবময় মুহূর্ত।’

তিনি আরও বলেন, পাকিস্তান এখন “উড়ছে”। কারণ একদিকে সামরিক সাফল্য, অন্যদিকে সরকারে আসার পর অর্থনৈতিক উন্নয়ন এই দুই মিলে দেশের আত্মবিশ্বাস এখন তুঙ্গে।

সেনাবাহিনীর উপস্থিত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে শেহবাজ বলেন, পাকিস্তানি বাহিনীর পাল্টা অভিযানে ভারত “বিস্মিত ও স্তম্ভিত” হয়েছে। তিনি বলেন, “অপারেশন বুনিয়ানুম মারসুস” শত্রুর প্রতিরক্ষা ভেঙে দিয়েছে এবং তাদের “সামরিক শ্রেষ্ঠত্বের মিথ” ধ্বংস করেছে।

শেহবাজ বলেন, পাকিস্তানের প্রতি হুমকি এখন আর শুধু সামরিক নয়—“এগুলো এখন সাইবার আক্রমণ, অর্থনৈতিক চাপে ফেলা, ভুয়া প্রচার ও হাইব্রিড যুদ্ধের মতো বহুস্তরীয়”। তিনি বলেন, সাম্প্রতিক সংঘর্ষে পাকিস্তান শুধু উপযুক্ত জবাবই দেয়নি, বরং পাল্টা কৌশল দিয়ে ভারতকে নতুন বাস্তবতার মুখোমুখি করেছে।

বক্তৃতায় শেহবাজ সিন্ধু পানি চুক্তিকে কেন্দ্র করে ভারতের সাম্প্রতিক অবস্থানকেও কড়া ভাষায় প্রত্যাখ্যান করেন। ভারত এই পানি বণ্টন চুক্তিকে “স্থগিত” করার ঘোষণা দিয়েছে। শেহবাজ নয়াদিল্লির এই পদক্ষেপকে “লাল রেখা” হিসেবে অভিহিত করে হুঁশিয়ারি দেন, পাকিস্তান কখনোই ভারতের ঔদ্ধত্য সহ্য করবে না।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা