× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে হাজার ফুট নিচে নদীতে পড়ল পর্যটকবাহী গাড়ি, নিখোঁজ ৯

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ মে ২০২৫ ১৩:১৯ পিএম

ভারতে হাজার ফুট নিচে নদীতে পড়ল পর্যটকবাহী গাড়ি, নিখোঁজ ৯

ভারতের উত্তর সিকিমে পর্যটকবাহী একটি গাড়ি এক হাজার ফুট নিচে তিস্তা নদীতে পড়ে গেছে। গাড়িটিতে ১০ জন পর্যটক ও একজন চালক ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সিকিমের চুংথাং-মুনশিথাং সড়কে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানিয়েছে, চালকসহ ১১ জন যাত্রী নিয়ে গাড়িটি গুরুদুম্বার লেক থেকে নিচে নেমে আসছিল।সেই সময় চুংথাংয়ের কাছে পর্যটকবাহী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তা নদীতে পড়ে যায়। রাত থেকেই উদ্ধারকাজ চলছে। তবে খারাপ আবহাওয়ার কারণে বার বার উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। এখন পর্যন্ত মাত্র দুজনকে উদ্ধার করা গিয়েছে।

তাদের গ্যাংটকের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং ওড়িশার পর্যটকদের তিনটি দল ওই গাড়ি ভাড়া করেছিলেন। কিন্তু আবহাওয়া অনুকূল ছিল না। রাতের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদের দিকে এগিয়ে যায়।পরে গড়িয়ে পড়ে হাজার ফুট নীচে।

মঙ্গনের পুলিশ সুপার সোনম ডিচু জানিয়েছেন, ভারতীয় সেনা, সিকিম পুলিশ, ইন্দোতিব্বত সীমান্ত পুলিশ উদ্ধারকাজ শুরু করেছে। সারা রাত ধরে তল্লাশি চলেছে। তবে আবহাওয়া অনুকূল না থাকায় এখন পর্যন্ত দুজন পর্যটককে উদ্ধার করা গিয়েছে। কিন্তু বাকিদের খোঁজ মেলেনি।উত্তরবঙ্গে গত কয়েক দিন ধরে আবহাওয়া খারাপ। সিকিমেও প্রবল বৃষ্টি চলছে। সেই সঙ্গে রয়েছে কুয়াশা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েক দিন ভারি থেকে অতিভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিংসহ উত্তরের একাধিক জেলায়। সিকিমও তার ব্যতিক্রম নয়। এই পরিস্থিতিতে গত কয়েকদিন ধরে উত্তর সিকিমে পর্যটকদের যাতায়াত নিয়ন্ত্রণও করা হচ্ছিল। তার মাঝেই এই দুর্ঘটনা ঘটল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা