× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাশ্মিরে গোলাগুলি, ভারতীয় সৈন্য নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মে ২০২৫ ২২:০১ পিএম

আপডেট : ২২ মে ২০২৫ ২২:১০ পিএম

কাশ্মিরে গোলাগুলি, ভারতীয় সৈন্য নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের কিশতওয়ার জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে দেশটির সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরের দিকে কিশতওয়ারের ছাতরু এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন।

দেশটির সংবাদমাধ্যম ডেকান হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যরা কিশতওয়ার জেলার ছাতরু সীমান্তের একটি এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের উপস্থিতির বিষয়ে গোয়েন্দা তথ্য পান। পরে বিচ্ছিন্নতাবাদীরা চলাচল করছেন সন্দেহে ওই এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করেন তারা। এ সময় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের সংঘর্ষের সূত্রপাত হয়।

ভারতীয় সামরিক বাহিনীর নাগরোটা-ভিত্তিক হোয়াইট নাইট করপস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছে, ‘‘আমাদের একজন সাহসী যোদ্ধা গুলিবিনিময়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।’’

ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে বলে জানিয়েছে ভারতের সামরিক বাহিনী।

কিশতওয়ারে এই সংঘর্ষের ঘটনা এমন এক সময়ে ঘটলো যখন পুরো জম্মু ও কাশ্মিরজুড়ে সন্ত্রাসবিরোধী অভিযান জোরদার করে ভারতের নিরাপত্তা বাহিনী। গত ২২ এপ্রিল পেহেলগামের জনপ্রিয় বৈসরান উপত্যকায় বন্দুকধারীদের হামলায় ২৬ বেসামরিক নাগরিক নিহত হন। যাদের মধ্যে ২৫ জন পর্যটক এবং একজন স্থানীয় বাসিন্দা ছিলেন।

গত সপ্তাহে দক্ষিণ কাশ্মিরে দেশটির নিরাপত্তাবাহিনী সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হন। এর মাত্র ৪৮ ঘণ্টা আগে পার্শ্ববর্তী কুলগাও জেলায় নিরাপত্তাবাহিনীর পৃথক অভিযানে আরও তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা