× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিল্লির পৌরনির্বাচনেও আম আদমির জয়

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২২ ১৫:৪৭ পিএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২ ১৫:৫৫ পিএম

আম আদমি পার্টিপ্রধান অরবিন্দ কেজরিওয়ালের সাজে সেজেছে এক বালক। ৭ নভেম্বর দিল্লিতে আম আদমির প্রধান কার্যালয়ের সামনে। ছবি : সংগৃহীত

আম আদমি পার্টিপ্রধান অরবিন্দ কেজরিওয়ালের সাজে সেজেছে এক বালক। ৭ নভেম্বর দিল্লিতে আম আদমির প্রধান কার্যালয়ের সামনে। ছবি : সংগৃহীত

বিধানসভা না হলেও প্রায় ২৫ বছর ধরে দিল্লি পৌরসভার নেতৃত্ব ছিল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হাতে। এবার তাও বেহাত হয়ে গেল। পৌরসভা নির্বাচনের বুথফেরত ফলে ২৫০ ওয়ার্ডের মধ্যে আম আদমি পার্টি (আপ) পেয়েছে ১৩১টি। বিজেপি জিতেছে ১০২টি, আর কংগ্রেস পেয়েছে ১০টি। 

স্ক্রলডটইনের এক প্রতিবেদনে বলা হয়, বিকাল তিনটা পর্যন্ত সাতটি ওয়ার্ডের ফল আসেনি। তবে, তিনটিতে আপ এগিয়ে রয়েছে। বিজেপি এগিয়ে রয়েছে একটিতে। বাকি তিনটির খবর জানা যায়নি। 

দিল্লি পৌরসভার এবারের নির্বাচন বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। কারণ ২০২৪ সালের জাতীয় নির্বাচনের আগে রাজধানীর এ নির্বাচনে যেকোনো মূল্যে জিততে চেয়েছিল বিজেপি। সবচেয়ে বড় কথা, প্রায় ২৫ বছর পর পৌরসভাটির নেতৃত্ব থেকে বিদায় নিচ্ছে বিজেপি। অথচ পৌরনির্বাচনে বিজেপির প্রার্থীদের পক্ষে কয়েক ডজন র‌্যালিতে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

অন্যদিকে, এবারের নির্বাচনের আগ পর্যন্ত দিল্লি পৌরসভা তিনভাগে বিভক্ত ছিল। গত মে মাসে উত্তর, দক্ষিণ ও পূর্ব দিল্লি পৌরসভা একীভূত হয়। এরপর এটাই প্রথম নির্বাচন। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা