× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রে ১.৪ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা আরব আমিরাতের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ মে ২০২৫ ১১:২০ এএম

আপডেট : ১৬ মে ২০২৫ ১১:২১ এএম

যুক্তরাষ্ট্রে ১.৪ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা আরব আমিরাতের

আগামী দশকে যুক্তরাষ্ট্রে ১.৪ ট্রিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে সংযুক্ত আরব আমিরাত। বৃহস্পতিবার (১৫ মে) দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এ ঘোষণা দেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু। আবুধাবির কাসর আল ওয়াতানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার সময় এ ঘোষণা এলো। 

প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান উল্লেখ করেন, আমিরাতের বিনিয়োগ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে পরিচালিত বিনিয়োগগুলো নতুন অর্থনীতি, জ্বালানি, উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং শিল্পের ক্ষেত্রগুলোকে লক্ষ্য করে করা হবে। তিনি জোর দিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের মহাকাশবিষয়ক উদ্যোগগুলোতে একটি কৌশলগত অংশীদার, যার মধ্যে রয়েছে মঙ্গল অনুসন্ধান কর্মসূচি, মহাকাশচারী মিশন এবং গ্রহাণু বেল্ট অনুসন্ধান প্রকল্প।

ট্রাম্পকে সম্বোধন করে আল নাহিয়ান বলেন, ‘গত মার্চ মাসে, আপনি বলেছিলেন যে সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন যুক্তরাষ্ট্র সর্বদা মধ্যপ্রাচ্য এবং বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তা প্রচেষ্টাকে সমর্থনের ক্ষেত্রে কৌশলগত অংশীদার। আজ, আমি পুনরায় নিশ্চিত করছি যে আবুধাবি আমাদের অঞ্চল এবং তার বাইরে শান্তি ও স্থিতিশীলতা অর্জনের জন্য ওয়াশিংটনের সঙ্গে যৌথ কাজ চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। ’তিনি জোর দিয়ে বলেন, ‘সংযুক্ত আরব আমিরাত এই অঞ্চল এবং বিশ্বজুড়ে শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধির প্রচেষ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ’

তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত যে এই সফর আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যতের ওপর গভীর প্রভাব ফেলবে। ’দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, আবুধাবি বিমানবন্দরে পৌঁছানোর পর ট্রাম্পকে স্বাগত জানান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট।  তিনি ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করেন।সৌদি আরব এবং কাতারের পরে সংযুক্ত আরব আমিরাত ট্রাম্পের উপসাগরীয় সফরের তৃতীয় এবং শেষ গন্তব্য।  ২০০৮ সালে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের পর আবুধাবিতে এটি প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টের সফর। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা