× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে সৌদিতে সিরিয়ার প্রেসিডেন্ট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ মে ২০২৫ ১৩:১৪ পিএম

ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে সৌদিতে সিরিয়ার প্রেসিডেন্ট

সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছেছেন। মঙ্গলবার (১৩ মে) দেশটিতে পৌঁছান তিনি।

বুধবার (১৪ মে) তার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সিরিয়ার প্রেসিডেন্সি দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তাসংস্থা আনাদোলু।

সংবাদমাধ্যমটি বলছে, উপসাগরীয় তিনটি দেশে সফরের অংশ হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প এখন সৌদি আরবে রয়েছেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা এর আগে জানান, সৌদি সফরের সময় ট্রাম্প সিরীয় প্রেসিডেন্ট আল-শারার সঙ্গে সাক্ষাতে সম্মত হয়েছেন।

রিয়াদে অনুষ্ঠিত সৌদি-মার্কিন বিনিয়োগ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমি সিরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের দেওয়া নিষ্ঠুর ও ধ্বংসাত্মক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দেব, যাতে দেশটি আবার ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়।’

জানা গেছে, এ সফর প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতায় আসার পর প্রথম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সফর। সৌদি আরব ছাড়াও তিনি কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন।

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর চলতি বছরের জানুয়ারিতে দেশটিতে একটি ট্রানজিশনাল প্রশাসন গঠিত হয়। প্রেসিডেন্ট শারার নেতৃত্বে এই নতুন প্রশাসন আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগিতা চেয়ে আসছে, যাতে যুদ্ধবিধ্বস্ত দেশটি পুনর্গঠনে সহায়তা পায়।

নতুন প্রশাসনের মতে, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের আরোপিত নিষেধাজ্ঞাগুলো এখন পুনর্গঠনের পথে প্রধান অন্তরায়। যদিও অতীতে কিছু নির্দিষ্ট খাতে নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছিল, তবে এটাই হতে যাচ্ছে ২০১১ সালের পর প্রথম কোনও পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞা প্রত্যাহার।

প্রসঙ্গত, সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ প্রায় ২৫ বছর সিরিয়া শাসন করেন এবং ২০২৪ সালের ডিসেম্বরে রাশিয়ায় পালিয়ে যান। এর মধ্য দিয়ে ১৯৬৩ সাল থেকে শুরু হওয়া বাথ পার্টির দীর্ঘ শাসনের অবসান ঘটে।

বর্তমানে সিরিয়ার নতুন নেতৃত্ব আন্তর্জাতিক স্বীকৃতি ও অর্থনৈতিক সহায়তা পাওয়ার জন্য কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। ট্রাম্পের সঙ্গে এই বৈঠকটি সেই প্রক্রিয়ারই একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে বিশ্লেষকরা মনে করছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা