× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জর্জিয়ায় জয়ে সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেলেন ডেমোক্র্যাটরা

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২২ ১১:২৯ এএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২ ১১:৫৩ এএম

ডেমোক্র্যাটিক প্রার্থী সেন. রাফায়েল ওয়ারনক। ছবি : সংগৃহীত

ডেমোক্র্যাটিক প্রার্থী সেন. রাফায়েল ওয়ারনক। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের রানঅফে ডেমোক্র্যাটিক প্রার্থী রাফায়েল ওয়ারনক জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণের লড়াইয়ে এগিয়ে রইল প্রেসিডেন্ট জো বাইডেনের দল; যা আগামী বছর পার্লামেন্টে তাদের সুবিধা দেবে।

সিএনএন বুধবার (৭ ডিসেম্বর) প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী হার্শেল ওয়ালকারকে হারিয়ে রাফায়েল জর্জিয়া দ্বিতীয় দফার নির্বাচনে জয়লাভ করেন।

মঙ্গলবার জর্জিয়া সিনেট আসনে দ্বিতীয় দফার ভোট হয়। এ ভোটে রিপাবলিকান প্রার্থী হার্শেল ওয়ালকারকে হারিয়ে দেন রাফায়েল। নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়।

জর্জিয়া সিনেট আসনে প্রথম রাউন্ডে দুই দলের প্রার্থীর কেউ ৫০ শতাংশ বা তার বেশি ভোট পাননি। যে কারণে ভোট দ্বিতীয় দফায় গড়ায়। এদিন সেই রানঅফ ভোট অনুষ্ঠিত হয়।

দেশটির ১০০ আসনবিশিষ্ট পার্লামেন্টের উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৫১ আসন। জর্জিয়ায় ডেমোক্র্যাটদের জয় তাদের মোট ৫১ আসন নিশ্চিত করেছে।

৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে উচ্চকক্ষ সিনেটের ১০০ আসনের ৩৫টিতে, নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫ আসনের সবকটিতে এবং অঙ্গরাজ্যের গভর্নর ও সিনেটে ভোটাভুটি হয়েছে।

কিন্তু এর ফলাফল পেতে বেশ দেরি হয়। এর কয়েকটি কারণ ছিল। সেগুলো হলো—প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ভোটের ব্যবধান খুব কম হওয়া। ব্যবধান কম হওয়ায় সেগুলোর ফলাফল আগে প্রকাশ করা যায় না।

আরেকটি কারণ হচ্ছে রানঅফ নির্বাচন। যদি কোনো একক প্রার্থী ৫০ ভাগ বা তার বেশি ভোট পেতে ব্যর্থ হন তখন প্রথম ও দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফায় (রানঅফ) নির্বাচন হয়। এবারের মধ্যবর্তী নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে সিনেট আসনে রানঅফ নির্বাচন হলো।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা