× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মস্কোতে গাড়িবোমা বিস্ফোরণে রুশ জেনারেল নিহত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫ ২২:৪৫ পিএম

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

মস্কো থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে বালাশিখা শহরে পার্ক করা একটি গাড়িতে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়ে শুক্রবার রাশিয়ার একজন জ্যেষ্ঠ জেনারেল নিহত হয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তি হলেন লেফটেন্যান্ট জেনারেল ইয়ারোস্লাভ মোসকালিক। তিনি রুশ সেনাবাহিনীর জেনারেল স্টাফের প্রধান অপারেশনাল অধিদপ্তরের উপ-প্রধান ছিলেন।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

এদিকে বোমা বিস্ফোরণে রুশ জেনারেল নিহত হওয়ার পর উচ্চপর্যায়ের তদন্ত কমিটি হত্যাকাণ্ডের অনুসন্ধান শুরু করেছে।

তদন্তকারীরা জানিয়েছেন, মস্কোর পূর্বে বালাশিখা শহরের একটি ফ্ল্যাটের ব্লকের বাইরে ভক্সওয়াগন গল্ফ গাড়ি বিস্ফোরণের পর তারা হত্যা ও বিস্ফোরক চোরাচালানের তদন্ত শুরু করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, আগুনে একটি গাড়ি পুড়ে গেছে।

অনুসন্ধানী সংবাদসাইট এজেন্টস্টভো জানিয়েছে, মোসকালিক বালাশিখায় থাকতেন, কিন্তু ভক্সওয়াগেন গাড়িটি তার নিবন্ধিত ছিল না।

ইজভেস্তিয়া সংবাদপত্রের পোস্ট করা সিকিউরিটি ক্যামেরার ফুটেজে দেখা গেছে,  একটি বিশাল বিস্ফোরণ ঘটেছে, যার ফলে বিস্ফোরিত টুকরোগুলো বাতাসে উড়ে যাচ্ছে। বিস্ফোরণটি ঠিক তখনই ঘটে, যখন একজন গাড়ির দিকে হেঁটে যাচ্ছিলেন।

তদন্তকারীরা জানিয়েছেন, বড় ধরনের ক্ষতি করার জন্য তৈরি ধাতব টুকরো দিয়ে ভরা একটি স্বয়ংক্রিয় বিস্ফোরক যন্ত্রে ট্রিগারের ফলে এই বিস্ফোরণ ঘটে।

ক্রেমলিন ওয়েবসাইট অনুসারে, কিয়েভ ও রাশিয়া-সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সংঘাতের মধ্যে ২০১৫ সালে ইউক্রেন নিয়ে ‘নরমান্ডি ফরম্যাট’ আলোচনায় মোসকালিক একজন রাশিয়ান সামরিক প্রতিনিধি ছিলেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০২১ সালে তাকে লেফটেন্যান্ট জেনারেল মনোনীত করেছিলেন।

এই বিস্ফোরণটি রুশদের ওপর ইউক্রেনের পূর্ববর্তী হামলার অনুরূপ বলে মনে হচ্ছে। পূর্বের হামলা নিয়ে ইউক্রেন কিছু ক্ষেত্রে দায় স্বীকার করেছে। তবে শুক্রবারের হামলার বিষয়ে দেশটি কোনো মন্তব্য করেনি।

পূর্বের হামলার মধ্যে রয়েছে ২০২২ সালের আগস্টে জাতীয়তাবাদী নেতা দারিয়া দুগিনার ওপর গাড়ি বোমা হামলা এবং ২০২৩ সালের এপ্রিলে সেন্ট পিটার্সবার্গের একটি ক্যাফেতে একটি বিস্ফোরণ, যেখানে উচ্চপর্যায়ের সামরিক প্রতিনিধি ম্যাক্সিম ফোমিন নিহত হন। তিনি ভ্লাদলেন তাতারস্কি নামে পরিচিত ছিলেন।

রাশিয়ার সামরিক বাহিনীর রাসায়নিক অস্ত্র ইউনিটের প্রধান ইগর কিরিলোভ গত ডিসেম্বরে মস্কোতে একটি স্কুটারে পুঁতে রাখা বোমার আঘাতে নিহত হন, যা সংঘাত শুরু হওয়ার পর থেকে কিয়েভের দাবি করা সবচেয়ে সাহসী গুপ্তহত্যা।

কিরিলোভের হত্যার পর পুতিন তার শক্তিশালী নিরাপত্তা সংস্থাগুলোর ব্যর্থতার স্বীকার করে বলেছিলেন, ‘আমাদের এত গুরুতর ভুল ঘটতে দেওয়া উচিত নয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা