× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তাজমহলের ইতিহাস পাল্টাতে করা মামলা খারিজ সুপ্রিম কোর্টের

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২২ ১৯:৪০ পিএম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২ ২১:০৭ পিএম

তাজমহল। ছবি : সংগৃহীত

তাজমহল। ছবি : সংগৃহীত

তাজমহলের ইতিহাস পুনরায় যাচাই করে দেখার আবেদন জানিয়ে জনস্বার্থে দায়ের মামলা খারিজ করে দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।

বিচারপতি এমআর শাহ ও বিচারপতি সিটি রবিকুমারের বেঞ্চ সোমবার (৫ ডিসেম্বর) ওই আবেদন খারিজ করেন।

ওই আবেদন খারিজ করে আদালত মন্তব্য করেন, ‘৪০০ বছর পর নতুন করে আবার ইতিহাসের পাতা খুলে দেখা যায় না। তাজমহল যেমন আছে, থাকতে দিন।’

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, তাজমহল নিয়ে জনস্বার্থে মামলাটি করেছিলেন সচ্চিদানন্দ পাণ্ডে। তার পক্ষে মামলায় লড়েছেন আইনজীবী বরুণ কুমার সিনহা।

আবেদনে বলা হয়েছিল, তাজমহল সম্পর্কে ছোটদের বইতে যে ইতিহাস ছাপা হয়েছে, তা আদৌ ঠিক নয়। নতুন করে সেই ইতিহাস খতিয়ে দেখে পাঠ্যবইতে ‘বস্তুনিষ্ঠ’ ইতিহাসের অবতারণা করা প্রয়োজন।

সোমবার এই মামলার শুনানিতে মামলাকারীর উদ্দেশে সুপ্রিম কোর্ট বলেন, ‘আপনি আবেদনে জানিয়েছেন, ভুল ইতিহাস পরিবর্তন করতে হবে। তার মানে আপনি নিজেই ধরে নিয়েছেন, তাজমহলের ইতিহাস ভুল?’

আদালত মন্তব্য করেন, ‘ছোটখাটো অনুসন্ধানের জন্য জনস্বার্থ মামলা করা যায় না। তাজমহল ৪০০ বছর ধরে রয়েছে। ওটা যেমন আছে থাকতে দিন। আপনি এ বিষয়ে সিদ্ধান্তের ভার এএসআইয়ের ওপরই ছাড়ুন। সবকিছুতে আদালতকে টেনে আনবেন না। ৪০০ বছর পর ইতিহাসের পাতা নতুন করে খোলা যায় না। প্রত্নতত্ত্বের বিষয়ে আদালতের কোনো পারদর্শিতা নেই।’

তাজমহল নিয়ে সুপ্রিম কোর্টে এটাই প্রথম মামলা নয়। এর আগে গত অক্টোবরে তাজমহলের মধ্যকার নির্দিষ্ট কয়েকটি ঘর খুলে দেখার আবেদন জানিয়ে মামলা হয়েছিল শীর্ষ আদালতে। বলা হয়েছিল, তাজমহলের স্থানে আগে একটি শিবমন্দির ছিল, যার নাম তেজো মহালয়। যথাযথ বিশ্লেষণের মাধ্যমে সেই ইতিহাস পুনরুদ্ধার সম্ভব। 

সুপ্রিম কোর্টের একই বেঞ্চে ওই আবেদনও খারিজ করে দিয়েছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা