× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিয়েভে হামলা

পুতিনকে থামতে বললেন ট্রাম্প

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫ ১২:০৬ পিএম

পুতিনকে থামতে বললেন ট্রাম্প

কিয়েভে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। চলতি বছরে ইউক্রেনের রাজধানীতে এটিকে সবচেয়ে বড় হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এ ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে থামতে বলেছেন।

হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, তার প্রশাসন রাশিয়ার ওপর অনেক চাপ প্রয়োগ করছে এবং এই হামলার প্রতি তার অসন্তোষ পুনর্ব্যক্ত করেছেন।

ট্রাম্প জানিয়েছেন, আগামী কয়েক দিন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বৈঠক চলছে। আমি মনে করি আমরা একটি চুক্তি করতে যাচ্ছি। আমার মনে হয় আমরা খুব কাছাকাছি চলে আসছি।

অপরদিকে, বৃহস্পতিবার সিবিএস নিউজের ফেস দ্য নেশন-এ কথা বলতে গিয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, প্রচেষ্টা সঠিক দিকে এগিয়ে যাচ্ছে। তবে কিছু নির্দিষ্ট বিষয় সূক্ষ্মভাবে সমন্বয় করা প্রয়োজন।

জানা গেছে, বৃহস্পতিবার ভোরে (২৪ এপ্রিল) কিয়েভে চালানো বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১২ জন নিহত এবং ৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এতে রাজধানী কিয়েভের পাঁচটি জেলায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে বেশ কিছু গ্যারেজ এবং প্রশাসনিক ভবনে লাগা আগুন নেভানো সম্ভব হয়েছে। জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, বেশ কিছু আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে। লোকজনকে উদ্ধারে ধ্বংসস্তূপে তল্লাশি অভিযান চলছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া এক রাতেই ৭০টি ক্ষেপণাস্ত্র এবং ১৪৫টি ড্রোন হামলা চালিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা