× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসরায়েলের সঙ্গে অস্ত্রচুক্তি বাতিল করল স্পেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫ ১১:৪৯ এএম

আপডেট : ২৫ এপ্রিল ২০২৫ ১২:৫৯ পিএম

ইসরায়েলের সঙ্গে অস্ত্রচুক্তি বাতিল করল স্পেন

ইসরায়েলি কোম্পানি আইএমআই সিস্টেমসের সঙ্গে ৭.৫ মিলিয়ন ডলারের অস্ত্রচুক্তি বাতিল করেছে স্পেন।  সরকারের বামপন্থি জোটের সহযোগীদের চাপের কারণে চুক্তিটি বাতিল করা হয়েছে।

প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা বলছে, স্পেনের সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ চুক্তিটি বাতিল করেন। কেননা বামপন্থি দল সুমার হুমকি দিয়েছে, চুক্তি বাস্তবায়িত হলে তারা সরকারি জোট থেকে বেরিয়ে যাবে।

স্প্যানিশ সরকারি রীতি অনুসারে নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি সূত্র বৃহস্পতিবার আলজাজিরাকে বলেন, ‘আলোচনার সব পথ শেষ করার পর প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ইসরায়েলি কোম্পানি আইএমআই সিস্টেমসের সঙ্গে এ চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।’

২০২৩ সালের অক্টোবরে গাজায় শুরু হওয়া ইসরায়েলি যুদ্ধের সমালোচনা করে স্পেন এবং সে মাসেই ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করার প্রতিশ্রুতি দেয়।  এরপর ২০২৪ সালের ফেব্রুয়ারিতে দেশটি ঘোষণা দেয়, তারা ইসরায়েল থেকে অস্ত্র কিনবে না। তবে একই মাসে স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইএমআই সলিউশনের সঙ্গে ১৫ মিলিয়ন রাউন্ড গোলাবারুদ কেনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। গোলাবারুদটি স্পেনের আধাসামরিক পুলিশ বাহিনী সিভিল গার্ডের জন্য কেনা হচ্ছিল। তবে সুমারের পাঁচ মন্ত্রীর প্রতিবাদের পর স্প্যানিশ সরকার আদেশ বাতিল করা সম্ভব কি না তা নির্ধারণের জন্য একটি জরিপ শুরু করে।

স্প্যানিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আলজাজিরাকে বলেন, ‘২০২৪ সালের অক্টোবরে, চুক্তির সম্ভাব্য সমাপ্তি নিয়ে একটি গবেষণা শুরু করা হয়েছিল। গবেষণার পর মন্ত্রণালয় রাষ্ট্রীয় আইনজীবীর সুপারিশ মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয়।’

বুধবার (২৩ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি কোম্পানিকে ক্ষতিপূরণ প্রদান এড়াতে অস্ত্রচুক্তি বাতিল করার ছয় মাস পর তারা এটি নিয়ে এগিয়ে যাবে।

এর জবাবে দেশটির উপপ্রধানমন্ত্রী এবং সুমারের নেত্রী ইয়োলান্ডা ডিয়াজ বার্সেলোনায় সাংবাদিকদের বলেন, ‘এ চুক্তিটি অবশ্যই সংশোধন করা উচিত। আমি জোর দিয়ে বলছি, যখন আমরা ফিলিস্তিনের গণহত্যা দেখছি, তখন এটি চুক্তির স্পষ্ট লঙ্ঘন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা