প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫ ২২:৫২ পিএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৫ ২২:৫৯ পিএম
পাকিস্তানিদের জন্য ‘ভিসা ছাড় পোগ্রাম’ বাতিল করেছে নয়াদিল্লি। এছাড়া পাকিস্তানের সঙ্গে পুরোনো সিন্ধু নদের পানি চুক্তিও বাতিল করা হয়েছে। ভারতের কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে এমন পদক্ষেপ নিল নয়াদিল্লি।
বুধবার (২৩ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, পাকিস্তানিদের ভারতে আসা বন্ধ করে দিয়েছেন মোদি। সকল পাকিস্তানিদের জন্য সার্ক ভিসা বাতিল করেছে ভারত। ফলে দেশটিতে থাকা সকল পাকিস্তানিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে হবে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওয়াঘা-আট্টারি সীমান্তও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে এ সীমান্ত দিয়ে যারা ইতোমধ্যে ভারতে প্রবেশ করেছেন তাদের ফেরার জন্য সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। আগামী ১মে-এর মধ্যে তাদের দেশে ফিরে যেতে হবে।
বুধবার নরেন্দ্র মোদীর বাসভবনে উচ্চপর্যায়ের বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানিচুক্তি বাতিল করা হয়েছে। দেশটির সন্ত্রাসবাদে মদদ দেওয়া বন্ধ না করা পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
গতকাল মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের পহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হন। এতে আহত হন আরও অনেকে।
এনডিটিভির খবরে বলা হয়, পহেলগামের বৈসারণ উপত্যকার ওপরে গোলাগুলির শব্দ শোনা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, জঙ্গিরা জঙ্গল থেকে হঠাৎ বের হয়ে নির্বিচারে গুলি শুরু করে। নিহতদের মধ্যে নৌবাহিনীর এক কর্মকর্তা ও এক গোয়েন্দা কর্মকর্তাও রয়েছেন।
এ ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বিশ্বনেতারাও কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।