প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৫ ০১:২৯ এএম
শ্রীলঙ্কায় অনুরাধাপুরায় ভারতীয় সহায়তায় নির্মিত দুটি রেল প্রকল্পের উদ্বোধন করেছেন নরেন্দ্র মোদি। এ সময় ভারতীয় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়েক।
রোববার প্রথমে ৯১.২৭ মিলিয়ন মার্কিন ডলারের ভারতীয় সহায়তায় সংস্কার করা ১২৮ কিলোমিটার মাহো-ওমানথাই রেলপথের উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন মোদী। তারপরে ১৪.৮৯ মিলিয়ন মার্কিন ডলারের ভারতীয় অনুদান সহায়তায় নির্মিত মাহো থেকে অনুরাধাপুরা পর্যন্ত একটি উন্নত সিগন্যালিং সিস্টেম নির্মাণের উদ্বোধন করেন তিনি।
ভারত-শ্রীলঙ্কা উন্নয়ন অংশীদারিত্বের আওতায় বাস্তবায়িত এই যুগান্তকারী রেলওয়ে আধুনিকীকরণ প্রকল্পগুলি শ্রীলঙ্কায় উত্তর-দক্ষিণ রেল যোগাযোগকে শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এগুলি সারা দেশে যাত্রী এবং মালবাহী যানবাহনের দ্রুত এবং দক্ষ চলাচলকে সহজতর করবে।
মোদী বলেন, শ্রীলঙ্কার উন্নয়নের বিভিন্ন দিকগুলিতে ভারত তাদের সহায়তা করতে পেরে গর্বিত, এবং এই কার্যক্রম তাদের বন্ধুত্ব এবং সংযোগকে আরও জোরদার করেছে।
X-তে একটি পোস্টে তিনি বলেন, "যোগাযোগ বৃদ্ধি এবং বন্ধুত্ব বৃদ্ধি! অনুরাধাপুরায়, রাষ্ট্রপতি অনুরা কুমার দিশানায়েকে এবং আমি যৌথভাবে বিদ্যমান মাহো-ওমানথাই রেললাইনের ট্র্যাক আপগ্রেডেশনের উদ্বোধন করেছি। মাহো-অনুরাধাপুরা অংশে একটি উন্নত সিগন্যালিং এবং টেলিযোগাযোগ ব্যবস্থা স্থাপনের সাথে জড়িত সিগন্যালিং প্রকল্পটিও চালু করা হয়েছে। শ্রীলঙ্কাকে তাদের উন্নয়ন যাত্রার বিভিন্ন দিকগুলিতে সহায়তা করতে পেরে ভারত গর্বিত।"