× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইফতার মাহফিলে অংশ নিলেন মমতা ব্যানার্জী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ মার্চ ২০২৫ ০১:১২ এএম

আপডেট : ১৮ মার্চ ২০২৫ ১০:৫৬ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলার মাটি সম্প্রীতির মাটি। রমজান মাসে যেমন দোল-হোলির শুভেচ্ছা জানিয়েছি, তেমন পবিত্র এ মাসে সবার রোজা যেন আল্লাহ কবুল করে নেন, সকলের হয়ে আমি সেই দোয়াও করব।

সোমবার (১৭ মার্চ) হুগলি জেলার ফুরফুরা শরিফে আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

এদিন ফুরফুরা শরিফে পৌঁছে মমতা পীরজাদাদের সঙ্গে দেখা করেন। সে সময় তার সঙ্গে রাজ্য সরকারের প্রশাসনিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বিরোধী রাজনৈতিক দলের ধর্মের ভিত্তিতে রাজনীতির অভিযোগ নিয়ে কথা বলেন মমতা। তার বক্তব্য, ‘আমি যখন দুর্গাপূজা করি, কালীপূজা করি, তখন তো কেউ এ নিয়ে প্রশ্ন তোলে না! তাহলে ইফতারে যোগ দিলে প্রশ্ন উঠছে কেন?’

মুখ্যমন্ত্রী এও বলেন, ‘মনে রাখবেন আমি যেমন খ্রিস্টানদের অনুষ্ঠানে যাই, গুরুদুয়ারে যাই, তেমন ঈদের আয়োজনেও যাই। প্রতিটি ধর্মের অনুষ্ঠানেই আমি যাই। কারণ আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি। তাই যেমন দোলের শুভেচ্ছা জানিয়েছি, তেমন রমজানেও সকলের জন্য দোয়া-প্রার্থনা করছি।’

মমতা আরও বলেন,‘ ফুরফুরায় যে পলিটেকনিক কলেজ ও ১০০ শয্যার হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয়েছে, তা আবু বকর সাহেবের নামেই নামকরণ করা হবে। ওবিসি সংরক্ষণের বিলটার জন্য নিয়োগ আটকে রয়েছে। তৈরি করা জিনিস থাকা সত্ত্বেও চিকিৎসক ও নার্সদের নিয়োগ দিতে পারছি না। সমস্যা মিটে গেলেই এগুলো চালু হয়ে যাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা