ভারত
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫ ০১:০৬ এএম
আপডেট : ১৮ মার্চ ২০২৫ ১০:৫৩ এএম
ছবি : সংগৃহীত
ভারতের উত্তরপ্রদেশের মিরাটের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের খোলা জায়গায় নামাজ পড়ার অভিযোগে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রবিবার (১৭ মার্চ) প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, হোলি উদ্যাপনের সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একদল ছাত্রকে নামাজ পড়তে দেখা যায়। এ-সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়লে স্থানীয় কিছু হিন্দু সংগঠনের বিক্ষোভের পর খালিদ প্রধান নামে ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনার জন্য খালিদ প্রধান ও তিনজন নিরাপত্তা কর্মীকে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়া ভিডিওটি আপলোডকারী খালিদ প্রধানের বিরুদ্ধে পুলিশ ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।
রবিবার সার্কেল অফিসার সদর দেহাত শিব প্রতাপ সিং বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘আইআইএমটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নামাজ পড়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। এরপর খালিদ প্রধানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার গঙ্গানগর থানার এসএইচও অনুপ সিং বলেন, কার্তিক হিন্দু নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে মামলাটি দায়ের করা হয়েছে।
তিনি বলেন, ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস) ধারা ২৯৯ (যেকোনো শ্রেণির ধর্ম বা ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে ইচ্ছাকৃত এবং বিদ্বেষপূর্ণ কাজ) এবং তথ্যপ্রযুক্তি (সংশোধন) আইন, ২০০৮-এর প্রাসঙ্গিক বিধানের অধীনে একটি মামলা দায়ের করা হয়।
এর আগে আইআইএমটি বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র সুনীল শর্মা বলেছেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে একটি খোলা জায়গায় নামাজ পড়া হয়েছিল এবং সে ভিডিওটি ‘সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার’ উদ্দেশ্যে আপলোড করা হয়েছিল।