প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫ ১৫:৪০ পিএম
আপডেট : ১৫ মার্চ ২০২৫ ১৫:৪৯ পিএম
ছবি : সংগৃহীত
মধ্যপ্রাচ্যের অন্যতম বাণিজ্যকেন্দ্র দুবাই নগরায়ণ ও অর্থনৈতিক প্রবৃদ্ধির শীর্ষে থাকলেও যানজট সমস্যা দিন দিন প্রকট হয়ে উঠছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় দুবাই সরকার অভিনব এক পদক্ষেপ নিয়েছে—যানজট নিরসনে কার্যকর সমাধান নিয়ে আসতে পারলে দেওয়া হবে বিশেষ বৃত্তি!
দুবাইয়ের কমিউনিটি উন্নয়ন কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, যে কেউ যদি শহরের যানজট সমস্যার টেকসই ও বাস্তবসম্মত সমাধান দিতে পারেন, তাহলে তাকে ৫০ হাজার দিরহাম (প্রায় ১১.৮৩ লাখ টাকা) বৃত্তি প্রদান করা হবে।
কারা আবেদন করতে পারবেন?
বৃত্তিপ্রাপ্তরা কী সুবিধা পাবেন?
আবেদনের শেষ তারিখ
যারা এই সুযোগ গ্রহণ করতে চান, তাদের অবশ্যই ৩১ মার্চের মধ্যে আবেদন জমা দিতে হবে।
দুবাই সরকারের এই উদ্যোগ ভবিষ্যৎ নগর ব্যবস্থাপনা ও পরিবহন নীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। যদি আপনার কাছে অভিনব কোনো আইডিয়া থাকে, তাহলে এটাই হতে পারে আপনার আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার সুবর্ণ সুযোগ!
সূত্র : জিও টিভি