× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিলিস্তিনি শিক্ষার্থী আটকের প্রতিবাদে ট্রাম্প টাওয়ারে ইহুদিদের বিক্ষোভ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ মার্চ ২০২৫ ১৬:০১ পিএম

আপডেট : ১৪ মার্চ ২০২৫ ১৬:০৩ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি শিক্ষার্থী খলিল মাহমুদকে আটকের ঘটনায় নিন্দা এবং তার মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারের ভেতরে বিক্ষোভ করেছেন এক দল ইহুদি। 

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ মার্চ) ‘জিউস ভয়েস ফর পিস’ নামের একটি ইহুদিপন্থি মানবাধিকার সংগঠন এই বিক্ষোভ করেছে। এ সময় সেখান থেকে অন্তত ১০০ জনকে আটক করে পুলিশ। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিক্ষোভের সময় ‘মাহমুদ খলিলকে মুক্ত করো’ স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। তাদের পরনে থাকা লাল টি-শার্টে লেখা ছিল, ‘ইহুদিরা বলছে, ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করুন’। 

বিক্ষোভকারীদের প্রদর্শিত বিভিন্ন ব্যানারে লেখা ছিল—‘আর কখনও নয়, কারও জন্য নয়’, ‘ইহুদিরা বলে, মেনে নেবে না’, এবং ‘একজনের জন্য এলে, আমাদের সবার মুখোমুখি হতে হবে’ ইত্যাদি।

গাজা যুদ্ধের সময় নিউইয়র্কের বিশ্ববিখ্যাত কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন মাহমুদ খলিল। বিক্ষোভ করার অভিযোগে শনিবার তাকে গ্রেপ্তার করা হয়। ফিলিস্তিনপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে খলিলকে নিজ দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন।

নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানিয়েছে, প্রায় তিন শতাধিক বিক্ষোভকারীর মধ্যে ৯৮ জনকে আটক করা হয়। তবে কোনো আহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জিউস ভয়েস ফর পিসের মুখপাত্র সোনিয়া মেয়ারসন-নক্স জানান, তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী খলিলের আটকের প্রতিবাদে ৩০০ জনের একটি দল নিয়ে ট্রাম্প টাওয়ারের ভিতরে বিক্ষোভ করেন।

মেয়ারসন-নক্স বলেন, ‘পূর্বপুরুষদের শিক্ষা মেনে আমি এখানে এসেছি। কারণ আমি জেনেছি, কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা যখন মানুষকে দায়ী করতে শুরু করে তখন কী ঘটে। যদি আমরা আজ কথা না বলি, তাহলে আর কখনও কথা বলতে পারব না।’

সূত্র: সিএনএন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা