× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানে ট্রেনে সন্ত্রাসী হামলা

নিরাপত্তা বাহিনীর অভিযানে দেড় শতাধিক জিম্মি উদ্ধার, নিহত ২৭ সন্ত্রাসী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ মার্চ ২০২৫ ১২:২১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে ট্রেনে হামলার পর দেশটির নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে জিম্মি থাকা ১৫৫ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। অভিযানে নিহত সন্ত্রাসীদের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে।

বুধবার (১২ মার্চ) পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী তাদের অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে।

এর আগে, বেলুচিস্তানের বোলান জেলায় জাফর এক্সপ্রেস ট্রেনটিতে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে নারী ও শিশুসহ বহু যাত্রীকে জিম্মি করে। ট্রেনটি কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পেশোয়ারের উদ্দেশে যাত্রা করছিল এবং তাতে ৯টি বগিতে ৪০০ জনেরও বেশি যাত্রী ছিলেন।

নিরাপত্তা বাহিনীর সূত্র মতে, উদ্ধার অভিযান চলাকালে জঙ্গিরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত সন্ত্রাসীদের সংখ্যা নিশ্চিত হওয়া যায়নি। তবে সেনাবাহিনী জানিয়েছে, অবশিষ্ট যাত্রীদের নিরাপদে বের করে আনতে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার উদ্ধার হওয়া ৫৭ জন যাত্রীকে কোয়েটায় পাঠানো হয়েছে, আর ২৩ জন বর্তমানে মাচে অবস্থান করছেন। এ ঘটনায় আহত ১৭ জনকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

সূত্র আরও জানায়, জঙ্গিরা আফগানিস্তানের একজন মূল পরিকল্পনাকারীর নেতৃত্বে আন্তর্জাতিক সংযোগের মাধ্যমে স্যাটেলাইট ফোন ব্যবহার করে হামলাটি পরিচালনা করেছে। হামলার সময় তারা নারী ও শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করে, যার ফলে পাল্টা অভিযানে সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।

হামলাকারীরা প্রথমে রেললাইনে বোমা বিস্ফোরণ ঘটিয়ে ট্রেনের গতিরোধ করে এবং এরপর লোকোমোটিভ লক্ষ্য করে গুলিবর্ষণ করে, যাতে ট্রেনচালক আহত হন। বেলুচিস্তানের দুর্গম পাহাড়ি এলাকায় একটি টানেলের কাছে এই হামলার ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনী দ্রুত এলাকাটি ঘিরে ফেলে এবং কঠিন ভূখণ্ড পার হয়ে সফলভাবে উদ্ধার অভিযান চালায়।

এখনো অবশিষ্ট জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চলছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা