× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে জেলেনস্কির বৈঠক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ মার্চ ২০২৫ ১২:৪৫ পিএম

আপডেট : ১১ মার্চ ২০২৫ ১২:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ ছাড়া সৌদি আরবে মঙ্গলবার (১১ মার্চ) যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিরা বৈঠকে বসবেন।

সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘সৌদির যুবরাজ প্রকৃতপক্ষে শান্তি আনার চেষ্টা করছেন। সৌদি আরব কূটনৈতিক ক্ষেত্রে খুবই উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছে। আমরা তার প্রশংসা করছি।’ 

জেলেনস্কি বলেন, যুবরাজ সালমানের সঙ্গে তার আলোচনার গুরুত্বপূর্ণ অংশ ছিল, ইউক্রেনকে নিরাপত্তার নিশ্চয়তা দেওয়ার বিষয়টি। তারা প্রতিরক্ষা, বিদ্যুৎ, পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ নিয়েও আলোচনা করেছেন।

সৌদি আরবের সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, বৈঠকে যুবরাজ সালমান ইউক্রেন সংকট কাটিয়ে শান্তি ফেরানোর জন্য আন্তর্জাতিক প্রয়াসের ওপর জোর দিয়েছেন।

শান্তি আলোচনা

সৌদি আরবে আজ থেকে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের প্রতিনিধিদলের মধ্যে আলোচনা শুরু হচ্ছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধ করে শান্তি ফেরানোর লক্ষ্যে এ আলোচনা হবে।

মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। জেলেনস্কি বলেন, ইউক্রেনের প্রতিনিধি দলে থাকবেন সেনাপ্রধান, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষস্থানীয় কর্মকর্তারা।

জেলেনস্কি বলেছেন, ইউক্রেন ইতিবাচক মনোভাব নিয়ে বৈঠকে যাচ্ছে। তার আশা, এই আলোচনার ফলে যুদ্ধ বন্ধের পথ খুলে যাবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্ট করে জেলেনস্কি বলেন, ‘আমরা আশা করছি, আলোচনা সফল হবে। ইউক্রেন পুরোপুরি গঠনমূলক আলোচনা করবে।’

কিছু দিন আগে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্সের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রকাশ্যে বাদানুবাদ হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতে সৌদির বৈঠক খুবই গুরুত্বপূর্ণ।

ট্রাম্পের দূত মস্কোতে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ মস্কো গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা করবেন বলে বার্তা সংস্থা রয়টার্স ও ব্লুমবার্গ সূত্রের উদ্ধৃটি দিয়ে জানিয়েছে। উইটকফ হলেন মধ্যপ্রাচ্যের জন্য ট্রাম্পের দূত। তিনি ইউক্রেন যুদ্ধ বন্ধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন।

গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছিলেন। গত মাসে উইটকফ পুটিনের সঙ্গে দেখা করেছেন। তিনি রাশিয়ায় শাস্তিপ্রাপ্ত ও কারাবন্দি মার্কিন শিক্ষক মার্ক ফোজেলকে সঙ্গে করে নিয়ে যুক্তরাষ্ট্রে ফেরেন। ফোজেলের বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি মারিজুয়ানা নিয়ে ঘুরছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা