প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫ ১৪:১৬ পিএম
ছবি : সংগৃহীত
লন্ডনের আইকনিক বিগ বেন টাওয়ারে চড়েই ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়েছেন এক ব্যক্তি। টানা ১৬ ঘণ্টা ধরে তিনি টাওয়ারের ওপর অবস্থান করেন এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানান।
শনিবার (৮ মার্চ) সকালে, ঐতিহ্যবাহী ফিলিস্তিনি কেফায়া ও পতাকা হাতে নিয়ে তিনি এলিজাবেথ টাওয়ার বেয়ে ওঠা শুরু করেন। জুতা খুলে ফেলার ফলে তার পা রক্তাক্ত হয়ে গেলেও তিনি প্রতিবাদ চালিয়ে যান।
টাওয়ারের উচ্চতা অতিক্রম করার পর, তিনি “বয়কট ইসরায়েল” লেখা পতাকা উড়িয়ে দেন এবং জোরালো স্লোগান দিতে থাকেন। নিরাপত্তা কর্মীরা তাকে নামানোর জন্য ক্রেন ও বিশেষ উদ্ধার দল পাঠালেও তিনি কাউকে কাছে ঘেঁষতে দিচ্ছিলেন না। এমনকি কাছে আসলে আরও ওপরে ওঠার হুমকিও দেন।
অবশেষে দীর্ঘ ১৬ ঘণ্টা পর তাকে নামিয়ে আটক করে নিরাপত্তা বাহিনী। এ ঘটনার কারণে ওয়েস্টমিনিস্টার ব্রিজ ও ব্রিটিশ পার্লামেন্টে ভ্রমণ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
এ প্রতিবাদ কর্মসূচি নিয়ে ব্যাপক আলোচনা চলছে, বিশেষ করে ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাজ্যে ক্রমবর্ধমান সংহতি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।