প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫ ১৫:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনেই দ্বন্দ্বে জড়ালেন হোয়াইট হাউসের উপদেষ্টা ইলন মাস্ক ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে কর্মী ছাঁটাই নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তারা। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৃহস্পতিবার ট্রাম্প তার মন্ত্রিসভার প্রধানদের জানান, সরকারি সংস্থাগুলোতে কর্মী নিয়োগ এবং নীতি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার মাস্কের নয় তাদের।
অভিযোগ উঠেছে, আমেরিকার ফেডারেল আমলাতন্ত্রের বৃহৎ অংশকে মাস্ক অপসারণ করতে চাইলেও রুবিও তা চাইছেন না। ক্ষমতায় আসার পরই কর্মী ছাঁটাইয়ের ভার মাস্কের হাতে তুলে দেন ট্রাম্প।
যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম টাইমস জানায়, বৈঠকে রুবিওর বিরুদ্ধে কর্মী ছাঁটাই না করার অভিযোগ আনেন মাস্ক। এ অভিযোগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, পররাষ্ট্র দপ্তরের ১ হাজার ৫০০ কর্মী আগাম অবসর নিচ্ছেন । পরে রুবিও ব্যঙ্গাত্মকভাবে জিজ্ঞাসা করেন, মাস্ক কি চান যে এই সমস্ত লোকদের পুনরায় নিয়োগ হোক যাতে তিনি তাদের আবার বরখাস্ত করার প্রদর্শনী করতে পারেন।
তবে ট্রাম্প এ দ্বন্দ্বের কথা অস্বীকার করেছেন। এ নিয়ে প্রশ্ন করলে তিনি সাংবাদিকদের বলেন, ‘কোনো দ্বন্দ্ব হয়নি। আমি সেখানে ছিলাম। আপনারই ঝামেলা তৈরি করেন।’