× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা ধর্ম ফিচার ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিবেশী দুই দেশের সঙ্গে যুদ্ধের আশঙ্কা, উদ্বেগ ভারতের সেনাপ্রধানের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ মার্চ ২০২৫ ১৫:২৯ পিএম

আপডেট : ০৮ মার্চ ২০২৫ ১৫:৪৭ পিএম

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী

পাকিস্তান ও চীনের মধ্যে উচ্চ পর্যায়ের যোগসাজশ রয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। একই সঙ্গে এই দুই দেশের দিক থেকেই ভারতের বিরুদ্ধে যুদ্ধের আশঙ্কা রয়েছে বলে উদ্বেগ জানান তিনি।

ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে জেনারেল উপেন্দ্র বলেন, ‘আমাদের স্বীকার করতেই হবে যে, চীন এবং পাকিস্তানের মধ্যে একটি উচ্চ পর্যায়ের যোগসাজশ রয়েছে। ভার্চুয়াল মাধ্যমে তা প্রায় ১০০ শতাংশ। পাকিস্তানের যাবতীয় সরঞ্জাম চীন থেকে আসে।’ 

পাকিস্তান থেকে সীমান্তে অনুপ্রবেশের সমস্যা নিয়েও মন্তব্য করেছেন তিনি। সেনাপ্রধানের মতে, জম্মু ও কাশ্মীর সীমান্ত দিয়ে পাকিস্তান থেকে অনুপ্রবেশের ঘটনা অব্যাহত রয়েছে, এবং ভবিষ্যতে এই অঞ্চলে সন্ত্রাসবাদী কার্যকলাপ বাড়তে পারে। তবে, কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে বলে দাবি করেন তিনি। ২০১৮ সাল পরবর্তী সময়ে, সন্ত্রাসী কার্যকলাপের পরিমাণ প্রায় ৮৩ শতাংশ কমে গেছে।

তিনি আরও জানান, কাশ্মীরে জঙ্গিদের অনুপ্রবেশ উল্লেখযোগ্যভাবে কমেছে এবং কয়েক বছরে মাত্র ৪৫ জন জঙ্গির অনুপ্রবেশ ঘটেছে। এতে করে কাশ্মীরের পর্যটন শিল্পে ইতিবাচক পরিবর্তন এসেছে। অমরনাথ যাত্রায় পাঁচ লাখের বেশি মানুষের উপস্থিতি এই প্রমাণ।

পাকিস্তানের হুমকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেনাপ্রধান বলেন, গত বছরে কাশ্মীরে নিহত জঙ্গিদের মধ্যে ৬০ শতাংশই পাকিস্তানি নাগরিক ছিলেন, যার ফলে ভারতকে প্রতিবেশী দেশ থেকে অবিরত বহিরাগত হুমকি সম্মুখীন হতে হচ্ছে।

এছাড়া, পাকিস্তানের পরিস্থিতি নিয়ে তিনি মন্তব্য করেন, ‘পাকিস্তান তাদের চরমপন্থার কারণে নিজেই সংকটে ডুবে যাচ্ছে। আমরা চাই না যে পাকিস্তান জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হোক, বরং সেখানে স্থিতাবস্থা ফিরে আসুক।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

ভারপ্রাপ্ত সম্পাদক : মোরছালীন বাবলা

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা