× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাবুলে পাকিস্তান দূতাবাসে হামলার দায় স্বীকার করেছে আইএস

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২২ ১৩:৩৯ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২ ১৪:২১ পিএম

কাবুলে পাকিস্তান দূতাবাসের গেট। ছবি : সংগৃহীত

কাবুলে পাকিস্তান দূতাবাসের গেট। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের দূতাবাসে হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।

সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, রবিবার (৪ ডিসেম্বর) আইএসের সহযোগী চ্যানেলে প্রকাশিত এক টেলিগ্রাম বিবৃতিতে হামলার দায় স্বীকার করা হয়।

গত শুক্রবার কাবুলের পাকিস্তান দূতাবাসে দেশটির মিশন প্রধান উবাইদ-উর-রেহমান নিজামানিকে লক্ষ্য করে বন্দুক হামলা চালানো হয়। এতে সিপাহী ইসরার মোহাম্মদ নামে এক নিরাপত্তারক্ষী গুরুতর আহত হন।

আইএসের দাবি, দূতাবাসের কম্পাউন্ডে উপস্থিত রাষ্ট্রদূত ও তার রক্ষীদের লক্ষ্যবস্তু করে ওই জঙ্গিগোষ্ঠীর দুই সদস্য হামলা চালায়। হামলায় অন্তত একজন রক্ষী আহত হয়েছে এবং ভবনের ক্ষতি হয়েছে।

তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে, তারা হামলার তদন্ত করছে। তাদের ধারণা, পাকিস্তান দূতাবাস কম্পাউন্ডটির কাছাকাছি একটি ভবন থেকে লক্ষ্য করে এ বন্দুক হামলা চালানো হয়েছে।

কাবুল পুলিশ জানিয়েছে, তারা সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে এবং তার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তারা আইএসের দায় স্বীকারের বিবৃতি সম্পর্কে অবগত হয়েছেন।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, আমরা আইএসের বিবৃতিগুলো স্বাধীনভাবে এবং আফগান কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে এর সত্যতা যাচাই করার চেষ্টা করছি। বিবৃতিতে আরও বলা হয়, হামলাটি এই অঞ্চলে জঙ্গি কার্যকলাপের ঝুঁকির মাত্রাকে আরও প্রত্যক্ষ করেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মুস্তাফিজ শফি

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০১৭১২০৩৩৭১৫ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা