প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ মার্চ ২০২৫ ১৪:৩১ পিএম
ছবি: সংগৃহীত
বলিভিয়ায় দুই বাসের সংঘর্ষে কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ৩৯ জন। রবিবার (২ মার্চ) প্রতিবেদনে এ খবর জানায় বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে শনিবার (১ মার্চ) স্থানীয় সময় সকাল সাতটায় পশ্চিমাঞ্চলীয় পোটোসি অঞ্চলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শনিবার সকালে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় উয়ুনি এবং কোলচানি শহরের মধ্যবর্তী রুটে বাস দুটির সংঘর্ষ হয়। পোটোসির বিভাগীয় পুলিশ কমান্ডের একজন মুখপাত্র সাংবাদিকদের জানান, ‘এই মারাত্মক দুর্ঘটনায় উয়ুনি শহরের চারটি হাসপাতালে ৩৯ জন আহত অবস্থায় ভর্তি আছেন। মারা গেছেন ৩৭ জন।’
মুখপাত্র আরও বলেন, নিহত ও আহতদের শনাক্ত করার জন্য কাজ করছে পুলিশ।
গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, দুর্ঘটনায় একটি বাস দুমড়ে মুচড়ে গেছে। ঘটনাস্থলে ক্রেন দিয়ে উদ্ধার অভিযান চালাতে দেখা যায় কর্মীদের।
বলিভিয়ার সরকার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, প্রাথমিক তদন্ত অনুযায়ী তারা ধারণা করছে, দ্রুতগতির কারণে একটি বাস সামনের লেনে ঢুকে পড়ে এবং সংঘর্ষ হয়।
এদিকে রেডিও উয়ুনির তোলা ছবিতে দেখা গেছে, পুলিশ কর্মকর্তারা বাসের ধ্বংসাবশেষ থেকে জীবিতদের সরিয়ে নিচ্ছেন। অন্যদিকে বেশ কয়েকটি মৃতদেহ কম্বল দিয়ে ঢেকে রাখা হয়েছে।
পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনায় দুই বাসের চালকই বেঁচে গেছেন। দুজন চালকের মধ্যে একজনকে যাত্রীরা মদ্যপ অবস্থায় দেখতে পেয়েছেন বলেও জানানো হয়েছে।